সিকান্দার আবু জাফর বাংলাদেশের প্রথিতযশা কবিদের মধ্যে একজন। একাত্তর সালে তিনি এ কবিতাটা লিখেছিলেন। সকল নিপীড়কের বিরুদ্ধে এ কবিতা চিরকালই থেকে যাবে ভাস্বর।
আবৃত্তি করার চেষ্টা করেছিলাম। কেমন হয়েছে আপনারা শুনে বলবেন। কবিতাটা আর এখানে দিলাম না প্লেজারিজম ধরে যদি।
ভেবেছিলাম ইংরেজিতে কবিতাটার মূলভাবটা লিখবো। ইচ্ছা করছে না। এক বিষাদময়তা গ্রাস করে ফেলেছে আমাকে।
ভালো থাকবেন সবাই।