আকাঙ্ক্ষা

in BDCommunity3 years ago (edited)


IMG_20210614_113047.jpg

দুনিয়ায় আপনি অনেক পেশার মানুষকে দেখে থাকবেন। কম বেশি সবাই নিজ নিজ অবস্থানে অখুশি। কারণ , কথায় আছে মানুষ তত পায় তার থেকেও বেশি চায়। আসলে মানুষের চাওয়া পাওনার কোনো কমতি নেই। ধরি, একজন চাকরিজীবী মানুষ মাসিক পঁচিশ হাজার টাকা বেতন পান। আমাদের দেশে পঁচিশ হাজার টাকায় একটা মধ্যবিত্ত পরিবার আরামে চলতে পারে। কিন্তু একটু চিন্তা করে দেখবেন এই পঁচিশ হাজার টাকা বেতন পাওয়া লোকটি তার অবস্থান থেকে অখুশি। কারণ তার চিন্তাভাবনার জন্য। তিনি সর্বদায় চিন্তা করেন বেতন টা যদি ত্রিশ হাজার টাকা হতো। তাহলে অনেক শান্তিতে পরিবার চালানো যেত।আবার কোনো এক সময় দেখা গেলো ঐ লোকের সেলারি পঁচিশ থেকে ত্রিশ হাজার হয়েছে। তখন ঐ একই ব্যক্তি মনে মনে চিন্তা ভাবনা করবে ইস্ সেলারি টা যদি চল্লিশ হাজার হত তাহলে ভালো হত। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের আয় বাড়ার সাথে সাথে তার ব্যয় ও বৃদ্ধি পাচ্ছে। যারফলে মানুষের চাওয়া পাওনাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আপনি একটু নিম্নবিত্ত পরিবারের দিকে তাকিয়ে দেখলে ভিন্ন চিত্র দেখতে পাবেন। যারা দিন আনে দিন খায় তাদের আশা আকাঙ্ক্ষা খুব কম । এই মানুষ গুলো অল্পতেই খুশি।

এমনি একজন মানুষের সাথে আমার কথোপকথন হয়েছে। এই পেশাটার সঠিক নাম আমার জানা নেই। তবে তালার চাবি হারিয়ে গেলে আমরা যে মানুষ টার কাছে চাবি বানানোর জন্য যাই। তার কথায় বলছি। আজকে ঠিক ১১ ঘটিকায় একটি তালার চাবি বানানোর জন্য তার কাছে যাই। বৃদ্ধ এই লোকটি রাস্তার পাশে তার দোকান নিয়ে বসেন। দোকান বলতে চট বা বস্তা মাটিতে বিছিয়ে তার যন্ত্রপাতি নিয়ে বসে থাকে। লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম , চাচা এই তালার চাবি বানাতে পারবেন। তিনি উত্তরে বললেন হ্যাঁ পারবো। চাচা এক চাবি বানানো কত টাকা ? তিনি বললেন ১৫ টাকা। আমি বললাম চাচা বেশি হয়ে যায় না। তিনি বললেন বাবা একটা চাবি বানাবেন মাত্র চার পাঁচ টা বানালে ৫ টাকা কম নেয়া যাবে। আমি বললাম ঠিক আছে চাচা আপনি দুইটা চাবি বানিয়ে দেন আমি আপনাকে ত্রিশ টাকায় দিব। তারপর তিনি চাবি বানানোর কাজে লেগে গেলেন। এরই মাঝে আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা দিনে কত টাকা আয় হয়। চাচা হাসতে হাসতে বলেন, বাবা আল্লাহর রহমতে এই কাজ করেই সারাটা জীবন অতিবাহিত করে আসছি। ঠিক নাই বাবা দিনে ১৫০, ২০০ বা ২৫০ টাকাও কামাই হয়। আবার কোনো দিন কিছু হয় না। আমি বললাম এই টাকা দিয়ে সংসার চলে? তিনি বললেন না চলার কি আছে বাবা গরিব মানুষ আমাদের আশা আকাঙ্ক্ষা খুব কম। তাই আল্লাহর রহমতে দিন আনি দিন খাই। আপনি এই কাজ এবং আয়ে সন্তুষ্ট? তিনি বলেন বাবা আমাদের স্বপ্ন কম। আর কাজের প্রতি ভালোবাসা না থাকলে কি আর এই কাজ করি।

তাহলে যা বুঝলাম, নিম্নবিত্ত মানুষের চাওয়া পাওয়া খুব কম এবং তারা অল্পতেই অনেক খুশি হয়। যার ফলে তাদের জীবনে কোনো দুশচিন্তা নেই। কিন্তু অপরপ্রান্তের মানুষ গুলো মাস শেষে পঁচিশ হাজার টাকা আয় করতে পারেন কিন্তু বিশাল চাওয়া পাওয়ার কাছে তাদের পঁচিশ হাজার টাকা বিলিন হয়ে যায়। মানুষের সুখ মানুষের আকাঙ্ক্ষার মধ্যে সীমাবদ্ধ।



ধন্যবাদ সবাইকে।


শুভেচ্ছান্তে
@villen28



Sort:  

Congratulations @villen28! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 50 HP as payout for your posts and comments.
Your next payout target is 100 HP.
The unit is Hive Power equivalent because your rewards can be split into HP and HBD

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP