You are viewing a single comment's thread from:

RE: The Weekly Turni—Issue 73

in BDCommunity3 years ago

এখন প্রায় নিশুতি, মাথার মধ্যে হাজারটা চিন্তা, চাপা উত্তেজনায় ঘুমাতে পারছি না, কিন্তু ঘুমাতে যে হবে, নিথর শরীররে চোখ বুঝে ছিলাম, হঠাৎই উপলব্ধি করলাম, বাইস গিয়ে তেইশ পরতে চলছে, তারমানে তুর্নি পাবলিশ। কিভাবে বেলার পর বেলা গড়িয়ে গেলো টের'ই পেলাম না। ধাতুমলে ডুবে থাকা মাথায় কিছু নাই, থাকলেও হয়তো চাপা পরে আছে। এই নিশুতিতে বের করে আর কি বা লাভ, তবুও মনে খোড়াক একটুখানি মেটানোর চেষ্টা।

ঘন্টা খানিক আগে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম, নগরীর সব সাইনবোর্ড উপড়ে ফেললেন মুক্তিযোদ্ধারা আমরা বাংলা ভাষাভাষী প্রিয় বললে ভুল হবে আমাদের রক্তে বাংলা, সাকিব ভাই যেভাবে বললো, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত বাংলায় ঠোঁটের আগায় এনে রাখি। আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি, কিন্তু দূর্ভাগা আমরা চাকরি পাইনা ইংরেজি ভাষার জন্য, নগরীতে কোন ইংরেজি সাইনবোর্ড রাখবে না, কতটা হতাশ এবং দ্বিধায় থাকলে এমন করে।

তবে বাংলা ভাষা চর্চার দুরবস্থা, তবে এটাও সত্যি যে ভাষার জন্য আত্মোৎসর্গের নজির বিশ্বে একমাত্র আমাদেরই রয়েছে, আর সেটা বুকে চেপেই একুশের চেতনা ধারণ করতে হবে।

ধন্যবাদ লেখকগণ।

Sort:  
 3 years ago (edited) 

bhashar durobosthar jonno dayi amrai, taina @toushik bhaiya? jeitar karon amra, sheta thik korar dayittow amader. 21st century te eshechi jokhon, tokhon bujhenewar dayitto o amader.

Amar bishshar amra egiye jabo, ekjon arekjoner pashe theke, ekhon oporjonke shikhate shikhate. amrai parbo.