The world is full of hypocrites.
Sometimes I wonder why this world is full of hypocrites? annd its gradually increasing. But in instant it get me think is, human nature has been the same for, as long as there have been human beings, and I don’t think any changes are on the way. We are all working from a very small sample, our own lifespans. Hypocrisy is not increasing, it is already increased.
And being angry, increasing blood pressure for them all are okay! And should be continued:)
@notacinephile ইতিমধ্যে Cinetv কমুনিটিতে আমার প্রথম পোস্ট দিয়ে যাত্রা শুরু করেছি। যতদুর সম্ভব সুন্দর করে লেখার চেষ্টা করেছি, যদিও আপনার লেখা পড়ার আমার নিজের পোস্ট পড়ায় আগ্রহ হারিয়ে ফেলি।
Good Will Hunting সম্পর্কে এর আগেও সংক্ষিপ্ত রিভিউ পড়ে ছিলাম কিন্তু এখনো পর্যন্ত দেখা হয়ে উঠেনি। তখন যতটা না উদগ্র ছিলাম আপনার এই ছোট্ট লেখা পড়ে বেশি আগ্রহী হয়ে পড়লাম। শীঘ্রই মুভিটি দেখে Cinetv তে পোস্ট করে ফেলবো।
You wrote with great depth 🙏. You know bhai which one I like the most, what our PM is doing for Razakars. Not only me that, but every Bengali is in the throes of revenge, and everyone who are in want this heartache to end.
এইতো মনে পড়ছে:3
The question in my mind; are you going to act this same way when our PM visits India or the citizens of India will be acting the way we’re acting?
এটা এইরকম ঘটবে, দাদা খেয়ে এসেছেন, না গিয়ে খাবেন। আপনি অবশ্যই দেখছেন যে নিজের মানুষদের উপর অত্যাচার করছে তার জন্য যার অতিথিয়তা তে আমাদের সন্দেহ রয়েছে। আমাদের পানি দিয়েও মারে, পানি না দিয়েও মারে গতদিন এমন একটি হেডলাইনে চোখ পড়ায় নিউজটি পড়েছিলাম, আমি সচারাচর এই সবে মাথা ঘামাই না, দেশের পরিস্থিতি গুলো যতটা সম্ভব উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করি কিন্তু এই ইন্সিডেন্ট উপেক্ষা করতে পারছি না চেষ্টা করেও। অমানবিক আর নির্বোধের মতো নিজের লোকদের উপর গুলি চালিয়ে দিচ্ছে। আর আপনিও জানেন ইসলাম শান্তির ধর্ম, আমরা যতটা সম্ভব অশান্তি থেকে দুরে থাকতে চাই।
ইসলাম শান্তির ধর্ম - এতে ভুল এক চুল পরিমাণে নেই রে ভাই। কিন্তু আমাদের দুর্বলতাও আছে। for example, প্রতিবাদ করলো অন্যদের জন্য এবং এখন নিজেই ঘায়েল। আবার এদেরই এই hyper sensitivity কে কিন্তু টার্গেট করেছে অন্যরাও; ভাঙচুর করেছে একজন নাম দিয়েছে আরেকজনের। কিন্তু এতেও লাভ হল তথাকথিত প্রতিপক্ষের।