প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানদের একটি স্বপ্ন থাকে তারা জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে নিজ দেশের বস্তা পচা কাহিনী বিশ্বনেতাদের শুনাবে..
কিন্তু এরদুয়ান ফিলিস্তানের একটি চোট্ট ম্যাপ হাতে নিয়ে বিশ্বনেতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন পৃথিবীর সবচাইতে বড় তামাসা হচ্ছে ফিলিস্তিনে?
এরদুয়ান বলেন, আপনারা দেখুন ১৯৪৭ সালের পুর্বে ইসরাইল নামে কোন দেশ ছিলনা, এই ভুমির নাম ছিল ফিলিস্তিন। ১৯৪৭ সালে হুট করে সিমান্ত নির্ধারন করে বলা হলো এটি ইসরাইল। ফিলিস্তিনিদের আরেক দফা উৎখাত করে বলা হলো এটাই ইসারাইলের নতুন ম্যাপ। আর বর্তমানে আপনারা দেখুন ফিলিস্তিনের সিমানা কই। আর জাতিসংঘ বসে বসে কি করছে? তারা ১৯৪৭ এর বর্ডার মানছেনা, ১৯৬৭ এর বর্ডার মানছেনা, তারা মজলুম ফিলিস্তিনিদের উপর জুমুল করে যাচ্ছে। আমাদের অবস্থান সবসময় এই মজলুম ফিলিস্তিনিদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ.