লেখার স্রোত । "বন্ধুরা কি ভাগ্য বদলে দিতে পারে?"

in BDCommunity2 years ago

lekhar sroth.png

লেখার স্রোত, পর্ব ৩।

আজকের লিখা আমার একটু ভিন্ন, জানি সবাই পড়ে মজা পাবেনা, হয়তো। কিন্তু তবুও মন টানছিল বন্ধুক্ত নিয়ে লিখার জন্য, তাই আর নিজেকে আটকে রাখলাম না। বন্ধু মানেই ভালবাসা, আপন কেও, যে বুঝে আমকে, তাইনা? তাই কি? বন্ধুরা কি ভাগ্য হতে পারে?

হতেও পারে, আবার নাও হতে পারে। সব উত্তর যদি একটা হতো তাহলে তো জীবন সহজ হয়ে যেতো, তাইনা? তাহলে, চলুন ঘুরে আসি, জেনে আসি, বন্ধুরা কি বন্ধুদের ভাগ্য বদলে দিতে পারে?

প্রথমত আমি জিজ্ঞেস করতে চাই, বন্ধুরা কি আমার ভাগ্য বদলে দিতে পারে, ওদের মধ্যে কি ওই শক্তিটি আছে? বন্ধু অনেক প্রকার হয়, ভালো হয়, মন্দ হয়, বিভিন রূপের হয়।ভালোদের মধ্যে, থাকে এমন কেউ যে বুঝে আমাকে বা যে না বুঝেও আমাকে ভালো উপদেশ দিতে পারছে। সব বন্ধু-বান্ধব আমাকে ভালো উপদেশ দিবে তাও তো হতে পারেনা, কারণ দেখা যায় আমরা নিজেরাই, নিজের জন্য কুনটা ভালো তা বুঝিনা, তাহলে ওরা কিভাবে বুঝবে? ওদের কি ক্ষমতা আছে বুঝার? ওরাও তো মানুষ, বন্ধু হয়েছে বলে কি আমকে নিয়ে থিসিস করবে? তা তো হবেনা।

আমার মতে, বন্ধু মানেই ভালবাসার জায়গা, যেখানে আমি কখনো ছোট হবোনা, যেখানে আমি নিজেকে ফিরে পাবো, যেখানে আমার বুদ্ধি-শুদ্ধি সবই বাড়বে, কিছু ঘাটতি হবে না। যেখানে আমি বর বর করে আমার রচনা বলতে পারবো আর ওরা শুনেই যাবে মনোযোগ সহকারে। জীবন তো একটাই, তাহলে কি এমন বন্ধু পাওয়া সম্ভব নয়? ঠিকি সম্ভব। আপনি কি এমন বন্ধু? যদি নিজে পারেন হতে এমন, তাহলে অবশই পাবে আরেক জনকে। কপালে কি লিখা তা আমরা জানিনা, কিন্তু আমরা ঠেকা, তা কখনোই না।

তাহলে চলুন বুনি আমাদের জীবন। আপনি যদি নিজের ভালো করতে পারেন, অবশ্যই আপনার বন্ধুর ভালো করতে পারবেন। এভাবেই আমরা নিজে শিখে অন্যকে শিখাই। বন্ধু ভাগ্য বদলায় খারাপের দিকে, বন্ধু ভাগ্য বদলায় ভালোর দিকে, বন্ধু মানেই আপন। আমি বিশ্বাস করি ভালো বন্ধুত্বের উপর, তাই আমি ছেড়ে দিতে পারিনা। বিশ্বাস যেখানে থাকবে, সেখানে আবেগও থাকবে, ভালোবাসাও থাকবে আর সেখানেই থাকে বন্ধু।

ছোটবেলায় বুঝতাম যে বন্ধু মানে ভালকেও। বন্ধু মানে সমাধান, আর এখনো ওই অর্থ আক্রেধরে রেখেছি। আপনিও কি আমার মতন তাই ভাবতেন? অনেকেই বলে যে এগুলো মিথ্যে, এখন আর কেও কারও জন্য নয়, সবাই নিজের জন্য, এমনটাই হয়ে গেছে আর তাই মেনে নিতে হবে সবাই বলে, কিন্তু আমি মনে হয় না তা মেনে নিবো। বিশ্বাস যেখানে আশা সেখানে। বন্ধুরা পারে মন ভালো রাখতে, বন্ধুরা পারে ভাগ্য বদলে দিতে।

সমাপ্ত!


{Cover- Image from Pexels}


Background: I really wanted to start up writing in Bangla all over again. If we do not connect willingly, there is no one who will make the connection for us. I do want to extend my language skills further.

While trying to do so, this is a shot from my side, to keep my language ALIVE; লেখার স্রোত. If you are willing to write for লেখার স্রোত, feel free to join every MONDAY & WEDNESDAY, and write whatever your mind yearns for in Bangla language. Let it be a small write-up or a lengthy one, try to write. You can add the tag "flowofwriting" so that we all are on the same page. I want it to be like a game, so let us be in it together.

Bangladeshis are all over the world yet we don't embrace Bangla language much, instead, some of us still fear using the language prominently. WHY? So, let us change that! Our language is our pride!

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL

Hi @tahminasyed, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON