You are viewing a single comment's thread from:

RE: পর্দা, নাগরিক অধিকার এইসব ব্যাপারে একটা সাময়িক প্রতিক্রিয়া

in BDCommunity2 years ago

আপনার অধিকাংশ কথার সাথেই আমি একমত।
কিন্তু এই যে স্বচ্ছ ব্যাগে টাকা নিয়ে যাওয়ার বিষয় টা তুললেন, আপনি ত জানেন দেশের আইন শৃঙ্খলা দূর্বল, মানুষের জান মালের নিরাপত্তা নেই, তাহলে এই কাজ টা করা কতটুকু বুদ্ধিমানের কাজ হলো ? আচ্ছা করলাম না আপনাকে জিজ্ঞাসা, করলাম না ভিক্টিম ব্লেমিং, চোর কেই দোষারোপ করলাম, শাহবাগে চোরের বিরদ্ধে আন্দোলন করলাম, তার পুতলা বানিয়ে পুড়িয়ে দিলাম। ঠিকাছে, কিন্তু ক্ষতি যা হওয়ার তা ত হয়ে গেছে, হয়ত আপনাকে মেরে দিয়ে টাকা নিয়ে চলে গেছে, আপনি ত আর নেই। আমি আপনার সাথে একমত, আপনার টাকা স্বচ্ছ ব্যাগে ক্যান, টাকা নিয়ে রাস্তায় শুয়ে থাকতে পারা উচিত। আমার জানামতে ওয়েস্টে এত সুরক্ষা থাকা সত্ত্বেও কত ঘটনা ঘটে যায়, আর আমরা বাংলাদেশের মত দেশে থেকে এত সুরক্ষিত পরিবেশ কিভাবে আশা করি। জাস্ট বিকজ আপনার টাকা দেখে লোভ লাগে না, তাই বলে অন্য কারো লাগবে না তা ভাবার কারণ নেই।

তাই আমার মনে হয় যেই ব্যক্তি আপনাকে স্বছ ব্যাগে টানা নিতে বারণ করছে তার বিরুদ্ধে কথা না বলে সরকার এবং এর ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন, আমিও আপনার মত স্বচ্ছ ব্যাগ না ভাই খালি হাতে টাকা নিয়ে ঘুরতে চাই।

প্রতীকি কথা

Sort:  

তাই আমার মনে হয় যেই ব্যক্তি আপনাকে স্বছ ব্যাগে টানা নিতে বারণ করছে তার বিরুদ্ধে কথা না বলে সরকার এবং এর ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন, আমিও আপনার মত স্বচ্ছ ব্যাগ না ভাই খালি হাতে টাকা নিয়ে ঘুরতে চাই।

ওই ব্যক্তি একজন পাবলিক ফিগার, আমার চেয়ে উনি যদি সরকারের অব্যবস্থাপনা নিয়ে কথা বলতো তাহলেই বরং বেশি উপকার হলো জনগণের। কিন্তু তিনি এসব কথা বলে খামোকা সরকারের বিরাগভাজন হতে চান না। তিনি ভালো করেই জানেন বাঙালী মুসলমানকে কোথায় সুড়সুড়ি দিয়ে জাগিয়ে তুলে নিজের কাজ হাসিল করতে হয়।