পরবর্তী ধাপ।

in BDCommunity3 years ago

প্রথমে জীবনের সব কিছুকেই সহজ ভাবে নিতাম। আস্তে আস্তে যখন সেই গুলো নিজের ঘাড়ে পড়লো তখন বুঝে পেরেছি কতটা সোজা। জীবনের কোনো ধাপই সহজ না। প্রতিটা ধাপেই অনেক ভুগান্তি আর কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়।

হয়তো আবার সেই ভুগান্তির পরই সাফল্য আসবে সেই আশায় নির্দ্বিধায় সামনে আগাচ্ছি। দীর্ঘ বিশ্বাস আছে একদিন সফল হবই ইনশাল্লাহ। এখন মনে হয় ছোট বেলার সময় গুলোই অনেক ভালো ছিল। না ছিল কোনো চিন্তা , টেনশন। দিন দিন যত বড় হচ্ছি ততই যেন দায়িত্বও বাড়ছে। এভাবেই আস্তে আস্তে আরো দায়িত্বও বাড়বে। যেহেতো দায়িত্বও ঘাড়ে এসে পড়েছে সেহেতু সেই ভাবেই কাজ আগাতে হবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyzLcmZsuME6QS8gYNPoJbZaGeLeSir5LS6sUEcd6u7LtAyd67Ey26wNjun12ykoYo1mBjdMty1XBpmubibLmfobLFXca.jpg

Img

হয়তো ভাবছেন জীবনে বড় কিছু করতে হলে তো অনেক বাধা বিপত্তি পারি দিতে হবে। হ্যা , জীবনে বড় হতে হলে আপনাকে কষ্ট করতেই হবে কিন্তু কথা হচ্ছে দায়িত্ব। আপনার দায়িত্ব গুলো নিয়ে কোনো ভাবেই অবহেলা করা যাবে না। বলতে গেলে আপনি নিজেই বাধ্য হয়ে নিজের স্বাধীনতাকে হারাবেন। আসলে কি ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ।

শুধু নিজের স্বাধীনতার কথা চিন্তা করলে কি আর জীবন চলবে ? সবার কথাই তো ভাবতে হবে। আমি বয়স মাত্র ১৭ বছর। এখন থেকেই তো জীবনের রাস্তা খুঁজতে হবে। পড়ালেখা শেষ করে চাকরি করবো , সেটা অনেককে দূরের কথা। আর আজকের যে দেশের অবস্থা আমার পড়া লেখা শেষ হতে হতে হয়তো চাকরির মূল্য আরো বেড়ে যাবে। আর বেকারত্বের হারও অনেক বেড়ে যাবে।

বোকার মতো শুধু পড়াশুনার পিছনে দৌড়ালে কাজ হবে না জানা কথা। শুধু শুধু মূল্যবান সময় গুলোকে নষ্ট করে লাভ নেই। এখন একটু কষ্ট করলে হয়তো ভবিষ্যত উজ্জ্বল হবে। সেই লক্ষেই জীবনের পথ চলা। কি হবে জানিনা হয়তো ভালো কিছু আবার হয়তো খারাপ কিছু। থেমে থাকলে তো হবে না চেষ্টার পরেই তো সাফল্য আসবে।

কি হবে , কত দিন সময় লাগবে এইসব কেউই বলতে পারবে না। আস্তে আস্তে চেষ্টা করতে করতে সময়ই বলে দিবে কখন কি করতে হবে। সাফল্য এত সহজ বিষয় না। গভীর ধ্যান আর উচ্চ আকাঙ্খার বিনিময়েই সাফল্য আসবে। আর অবশ্যই ধৈর্য ধরতে হবে। অধৈর্য হলে কখনই সফল হতে পারবোনা।