You are viewing a single comment's thread from:

RE: জীবনের সমাপ্তি

in BDCommunity3 years ago

প্রতিটি মানুষের দুঃখ গুলোই তার সামনের পথ চলতে সাহায্য করে। তাই দুঃখকে আপন করে নিতে পারলেই ভালো।

আসলে দুঃখ কারোজীবনে সব সময় থাকে না , কিন্তু সবাই চায় দুঃখটাকে এড়িয়ে চলতে , আমার মনে যদি অনেক দুঃখও থাকে , কিন্তু সেই কারণেতো মন মরা হয়ে বসে থাকা যাবেনা , আর আমি এখন নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি , জানিনা পারবোনা কিনা , কিন্তু আবার এটাও চিন্তা করি সামান্য এই দুঃখের কারণে আমার জীবন তো আর থেমে থাকবেনা , তাই জীবনে যত দুঃখই আশোক কখনোই মন মরা হয়ে বসে থাকা যাবেনা ! সে গুলোকে সাথে নিয়েই পথ চলা শিখতে হবে !