জীবনের উত্থান ও পতন।

in BDCommunitylast year
মাঝে মধ্যেই চিন্তা করি , জীবনের আসল মানেটা কি ? আর সেই মাঝে মধ্যে সময়টা হলো জীবনের পতন এর সময়টা। জীবন সব সময় একধারে চলে না। এটা আমরা সবাই জানি। অনেকেই আবার আছে যাদের কিনা সারাজীবনই করুন অবস্থায় থাকে। তাদের তুলনায় আমরা আবার অনেকটাই ভালো আছি। তাই আমি যখনি অনেকটা একাকিত্ব অনুভব করি তখনি আমার থেকে যারা করুন অবস্থায় আছে তাদের কথা ভাবি। তখন মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করে। " আমি অন্তত তাদের মতো করুন অবস্থায় নেই "

কিন্তু যতই মনের মধ্যে একটা প্রশান্ত কাজ করুক না কেন , একটা আফসোস আপনার থেকেই যাবে। সেটা মূলত হয় মানুষ কখনোই নিজেকে বর্তমান অবস্থা থেকে নিচে চিন্তা করে পারে না। আমরা সবাই চাই আমাদের বর্তমান অবস্থার থেকে উন্নতি করতে। যদিও এটা সব সময় হবে তার কোনোই নিশ্চয়তা নেই। তবে আমাদের মন যে প্রমোশন ছাড়া ডিমোশন চায়না সেটা আমি নিশ্চিত ভাবে বলতে পারবো।


তবে জীবন আসলেই অনেক কঠিন। আপনি হয়তো ভাববেন সে অনেক ধনী পরিবারে জন্ম নিয়েছে তার জীবন হয়তো অনেক সুখের। কিন্তু সুখ মানেই অর্থ বা সম্পদ নয়। তবে হ্যা , এটাই একমাত্র উপায় সুখকে নিজের করে নেয়ার। তবে বেপারটা একদমি এমন নয় যে টাকা ছাড়া সুখ নেই। আমার মতে, সুখ জিনিষটা নিজের মনের মধ্যে। আপনি যদি সত্যিকার অর্থে সুখী হতে চান তোলে তাহলে নিজেকে নিজে বুঝ দিন আপনি সুখী।

মানুষের চাহিদার কোনো শেষ নেই ,আজকে আপনি আপনার সাফল্যে পৌঁছেছেন। আগামীকাল আপনার নতুন একটি লক্ষ্য তৈরী হবে , তাতে কোনো সন্দেহই নেই। আগেই বললাম মানুষ বড় হতে চায়। জীবনের শেষ অব্দি সে চায় তার উন্নতি হোক। যদিও এটা খুবই ভালো একটা দিক। তবে আমার মনে হয় আপনি যদি সাফল্য তাকে সুখ না ভেবে প্রসেস তাকে সুখ মনে করেন তাহলে আপনার জীবনে বেশি সুখের হবে।

আপনি সফল হবেন সেটা কেউই নিশ্চিত ভাবে বলতে পারে না। তবে আপনার যে চেষ্টা এবং আপনার গন্তব্যে পৌঁছানোর যে প্রসেস, সেটার মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনি যে শিখবেন আবার বার বার ব্যর্থ হবেন কিছু কিছু সময় মনে হবে আপনার সাফল্য বোধয় একদম নিকটে এই পুরো বিষয়টাকেই যদি আপনি উপভোগ করেন তাহলেই জীবন সুখের। মানুষ সব থেকে বেশি কষ্ট পায় যখন সে কোনো কাজে ব্যর্থ হয়।


তাই আমার মতে সাফল্য মানেই সুখ আসবে সেটা না ভেবে কাজটাকে ভালোবাসা উচিত। তাহলেই আপনার সাফল্য নিকটে। যতদিন না আপনি কাজটাকে ভালোবাসবেন ততদিন আমার মনে হয়না কোনো কাজেই সফলতা আসা সম্ভব।


IMG_20231002_105406_160.jpg
Img was taken by me