পুরোনো স্মৃতি!

in BDCommunity3 years ago

Capture.JPG

পুরোনো স্মৃতি

স্মৃতি , এই শব্দটার মাঝে হাজারো মানুষের সাথে লাখো স্মৃতি মিশে আছে। আর সেই স্মৃতি হাজারো সৃতি নিয়েই আজকে গল্পটা। আসলে , আমার কাছে কেন জানি মনে হয় জীবনে যদি যদি সব সময় আগাতে হয় সেই স্মৃতি গুলিকে মনে করেই আগাতে হয় , কিন্তু সেই স্মৃতি গুলোকে মনে করা একদমই উচিত না যেটা আপনার জীবনের দুঃখকে টেনে নিয়ে আসবে।

আসলে আমাদের জীবনের সব সময় ভালো কি কিছু আর খারাপ কিচ্চু স্মৃতি থাকে। আর সেই খারাপ স্মৃতি গুলোই আমাদের জীবনে মাঝে মাঝে খারাপ কিছু বয়ে আনে।

আসলে জীবনের সবারই কিছু খারাপ এবং কিছু ভালো সময় থাকে আর এটাই স্বাভাবিক। জীবনে কে কখন আপনাকে কষ্ট দিয়েছে যেটা আমার মতে একদমই মনে রাখা উচিত না , কারণ এটা সব সময় আপনার জন্য দুঃখই বয়ে আনবে। আচ্ছা , আপনিই একবার ভেবে দেখেন ।

আপনার যদি সেই আগের দিনের কথা গুলো মনে পরে তখন আপনার স্বাভাবিক ভাবে কষ্টই পাবেন। কিন্তু হ্যা , মাঝে মাঝে কষ্ট পাওয়ার ও দরকার আছে কারণ কষ্টের থেকেও অনেক কিছু শিক্ষা যায়।

আসলে আমাদের মধ্যে যে , যে ধর্মেই থাকিনা কেন , সব জায়গায় বলা থেকে যে সবাইকে ক্ষমা করে দিতে। কিন্তু কত যনই বা করে. আসলে আমাদের সমাজটা দিন দিন হুমকির মুখে পড়ছে , এটা আসলে আমাদের কারণেই হচ্ছে , আমরা সব সময় আমাদের নিজেদের কে নিজে ব্যস্ত থাকি , আর সব সময় নিজের স্বার্থের কথা চিন্তা করি।

আমি এইসব কথা কেন বলছি জানেন , আসলে আমিও আগে নিজের কথাই শুধু চিন্তা করতাম , কিন্তু আজ সব ভুল বুঝতে পেরেছি , আসলে এখন উপলব্ধি করতে পারছি যে নিজের জীবনটাকে অন্যের জন্য বিলিয়ে দিলেই প্রকৃত সুখ পাওয়া যায়।

আচ্ছা , আমি আপনাদের এইসব বলার একমাত্র কারণ কি জানেন ? নিজের স্বার্থকে ভুলে যাওয়া ,আর অন্যের বিপদে এগিয়ে আসে। আমি এখন যদি নিজের আগের স্মৃতি গুলো মনে করি তাহলে হয়তো এখন একটু অবাক লাগে। যদিও এটা ঠিক যে মানুষ ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে।

Image

Sort:  

অতিতের কিছু স্মৃতি আপনি যতোই ভুলে থাকার চেষ্টা করবেন। সেই স্মৃতি আপনার পিছে ছায়ার মত লেগে থাকবে। কিছু কিছু স্মৃতি থাকে যা কখনো ভোলা যাই না।