আমি অনেকদিন যাবৎ পোস্ট থেকে বিরত ছিলাম , যদিও কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম সময় বের করে। আসলে এখন এমন একটা সময় এর মধ্যে দিয়ে যাচ্ছি যখন কিনা নিজের নিত্য প্রয়োজনীয় কাজ গুলোও ঠিক ভাবে সঠিক সময়ে করতে পারছি না। যাই হোক , বছরের পবিত্র মাস শুরু হয়েছে তা প্রায় ১৪ দিন। এই পবিত্র মাসে নিজেকে সময় দেয়ার মতো কিছুটা সময় গুছিয়ে নিয়েছি।
সময় পরিবর্তনশীল , হয়তো আমি আজকে ভাবছি আমার সব হয়ে গিয়েছে কিন্তু আসলে কোনো কিছুই স্থায়ী নয়। হটাৎ কি থেকে কি হয়ে যাবে সেটা কল্পনাও করা যায়না। যদিও আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সব সময় উনার উপরই ভরসা রাখা উচিত।
ভেবেছিলাম এই রমজান মাস আগের রমজান গুলোর থেকে ভালো কাটবে কিন্তু হটাৎ সব কিছুর পরিবর্তন হয়ে গেলো। যাই হোক , এইসব দিকে আর না আগাই। তবে চেষ্টা করেই যাবো , কেননা চেষ্টাই হচ্ছে মূল বিষয় সফলতার পিছনে।
অনেক সময় আগের পুরোনো দিনের কথা মনে পরে , এটা সত্যি কথা যে যায় দিন গুলোই ভালো যায় আসে দিন গুলোই খারাপ আসে। যাক হোক , এইবার ইচ্ছা আছে বাড়িতে গিয়ে ঈদ করবো। অনেকদিন হলো বাড়িতে যাওয়া হয়না। যখন আপনি আপনার জীবন থেকে তিক্ততা অনুভব করছেন তখন আপনার কোথাও ঘুরতে যাওয়া উচিত। এটাই একমাত্র পন্থা আপনার মনকে ঠিক করার।
প্রকৃত সুখ মূলত প্রকৃতির মাঝেই নিহিত আছে। যেটা কিনা এখন গ্রাম থেকেই পাওয়া যাবে। তাছাড়া পরিবারের সবার সাথে একসাথে ঈদ করার যে আনন্দ সেটা অন্য কোথাও কি খুঁজে পাওয়া যাবে ? না , কখনোই না। বছরের সেরা দিন গুলো যদি আপন মানুষ গুলোর সাথে কাটানো যায় সেটা অন্তরের মধ্যে আজীবন স্মৃতি হয়ে থাকে।
রমজান মাসের আসল সুন্দর্য হচ্ছে বিকেলের সময় , জানিনা আপনাদের কাছেও সেটাই নাকি। তবে, আসরের নামাজ শেষে আপনি যখন রাস্তা দিয়ে যাবেন তখন রাস্তার পাশে ইফতার বিক্রি করার যে মুহূর্তটা সেটা সব থেকে সেরা মুহূর্ত। আমি জানিনা কেন , এই আসরের পর হাটতে বের হওয়াটা আমার সেরা সময় গুলোর মধ্যে একটি হয়ে রবে। যাই হোক , এই পবিত্র মাসের শুভেচ্ছা জানাই সবাইকে। আমাদের সকলের জন্য এই পবিত্র মাসে মঙ্গল কামনা করছি।