বেশ কয়েকদিন যাবৎ অনেকটা অসুস্থ ছিলাম। অনেকটা বলতে বেশ ভালোই অসুস্থ ছিলাম। প্রচুর জ্বর আর ঠান্ডার মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছিল। ভেবেছিলাম অল্পতেই সেরে যাবে তবে সেটা হয়নি। বেশ অনেকদিন যাবৎ ভুগতে হয়েছে আমাকে। তবে অনেকেরই শুনেছি জ্বর হয়েছে এই সময়ে। আসলে সময়টাই এখন জ্বর, ঠান্ডার। অনেকেই বলে থাকে সিজন শেষ হয়ে নাকি জ্বর ঠান্ডার প্রকোপ বেড়ে যায়। যদিও কথাটা সত্যি , প্রতিবার এ সিজন চেঞ্জ হওয়ার সময় এমন জ্বর ঠান্ডা বেড়ে যায় আমার।
অসুস্থতা আল্লাহর একটা নিয়ামত আপনি বলতে পারেন , শুধু ভরসা রাখতে হবে উনি অসুখ দিয়েছেন আবার উনিই সব ঠিক করে দিবেন। তবে মূল কথা হচ্ছে অসুস্থের সময় নিজের প্রতি খেয়াল রাখাটা, আমরা অনেকেই আছি যারা কিনা অসুস্থতাকে তেমন বেশি গুরুত্ব না দিয়ে নিজেরদের কাজে ব্যস্ত হয়ে পড়ি , তবে সেটা মোটেও ঠিক না। নিজের প্রতি আমাদের সব সময়ই খেয়াল রাখা উচিত।
সুস্থতা আল্লাহর অনেক বড় একটি নিয়ামত। আমাদের সব সময় আল্লাহর কাছে এইটা নিয়ে শুকরিয়া করা উচিত। অনেকেই আছে যারা কিনা বছরের বেশির ভাগ সময় নানা রকম অসুস্থতায় ভোগে। তাদের তুলনায় আমরা অনেকেই অনেক ভালো আছি। এটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তবে নিজেদের প্রতি আমাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত। যাতে করে আমাদের মানসিক দিকটাও সুস্থ থাকে।
আমি মনে করি মানসিক এবং শারীরিক ২ রকম সুস্থতাই আমাদের জন্য প্রয়োজন। কেননা অনেকেই আছে যারা কিনা শারীরিক দিক থেকে পুরোপুরি সুস্থ থেকেও সে মানসিক দিক থেকে অনেক দুর্বল , সব সময় মন মরা হয়ে থাকে। যেটা কিনা তার পার্সোনাল লাইফকে অনেকটা প্রভাবিত করছে। এমনকি মানসিক দিক থেকে অসুস্থতার কারণে সে দিন দিন শারীরিক দিক থেকেও অসুস্থ হয়ে পড়ছে। তাই আমাদের ২ দিকের সুস্থতার কথাই মাথায় রাখতে হবে।
অসুস্থের সময় আসলে আমরা অনুভব করতে পারি বাবা মা কতটা আপন আমাদের। যদিও সেটা সব কিছু দিয়েই উপলব্ধি করা যায় তবে অসুস্থতা বা আপনার জীবনের সব থেকে নিচু মুহূর্ত গুলোতে আরো ভালো ভাবে উপলব্ধি করতে পারবেন আসলে বাবা ম জীবনের জন্য কতটা আশীর্বাদস্বরূপ। এইবার অসুস্থতার সময়ও আমি সেটা টের পেয়েছি। আমাদের সেবা করা , ঠিক মত খাবার দেয়া , ঔষধ এর কথা মনে করিয়ে দেয়া। এমন মনে হয় যেন তারা সারাদিন আমার কথাই ভাবছিলো।
সবকিছু সেরে আজকে সুস্থ হয়েছি এটাই অনেক। বেশ কয়েকদিন যাবৎ অনেক গরম পরেছে , হটাৎ এতো গরম কেন পরলো বুঝে পাচ্ছি না। এই কয়দিনের রোজা রাখাটা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে অতিরিক্ত গরম পরার কারণে , আশা করছি আল্লাহ আমাদের দিকে ফিরে তাকাবেন এবং আল্লাহর নিয়ামত অর্থাৎ বৃষ্টি দিয়ে আবার পুরো বাংলাদেশকে শীতল করে তুলবেন।