ছোট বেলায় সব সময় ভাবতাম জীবনের পদক্ষেপ গুলো হয়তো অনেক সহজ। অনেককেই তো দেখি জীবনে তারা তাদের স্বপ্ন গুলোকে পূরণ করেছে। আমিও হয়তো পারবো বেশি একটা হয়তো কষ্ট করা লাগবে না। তখন তাড়াতাড়ি করে বড় হয়ে যাওয়ার ইচ্ছা জগত। তাড়াতাড়ি বড় হয়ে স্বপ্ন গুলোকে তাড়াতাড়ি বাস্তবায়ন করে ফেলবো।
কে জানতো আজকে এসে জীবনের ধাপ গুলো এত বড় বড় হয়ে যাবে। অনেককেই দেখি কিছু কিছু মানুষ গুলোকে নিয়ে নিন্দা করতে। আর সেই মানুষ গুলো হচ্ছে তারা যারা কিনা জীবনে সমাজের আর ১০টা মানুষের চেয়ে অনেক বড় হতে পেরেছে। উনাদের সেই নিন্দা গুলোর মধ্যে সুস্পষ্ট ভাবে হিংসা ভেসে উঠে।
আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে অন্যের ভালো কেউই দেখতে পারে না। আপনার সাফল্যকে উনারা সাফল্যই মনে করবে না , অথচ তারা নিজেররাই কাজ কর্ম ছাড়া সারাদিন ধরে বেড়ায়। আপনি যখন আপনার গন্তব্যে পৌঁছাতে হোঁচট খাবেন তারা আপনাকে সাহায্য না করে উল্টো হাসবে। অনেক হাসবে।
মনে হবে উনারা আজ সফল হয়ে বিশ্বের বুকে নিজরে বুক ফুলিয়ে চলা ফেরা করছে। এমন অনেক ঘটনার সম্মুখীন হয়েছি আমি। আমার তো কিছুই হয়নি কিন্তু মনুবলতা একটা দুর্বল হয়ে যেত। যেই আত্মবিশ্বাসটা থাকতো ঐটা হারিয়ে যেত এই নিন্দের কারণে।
এখন কি আর করার ? নিন্দুক যেহেতু আছে সমাজে নিন্দা তো করবেই। নিন্দা করাটা উনাদের কিছুটা পেশার মতো। খেয়ে হোক , না খেয়ে হোক নিন্দা তাদের করতেই হবে। তাই ভাবলাম উনাদের পেশা যেটা উনারা সেটা করবেই। উনাদের পেষ্ট উনারা যেভাবে ঠিক রেখেছে আমিও আমার পেশাটা খেয়ে না , খেয়ে ঠিক রাখি। তাহলে ইনশাআল্লাহ একদিন সফল হবোই।
বিষয় গুলো হাস্যকর হলেও এটাই বাস্তব। উনাদের নিন্দাকে আটকানো সম্ভব না। আর উনাদের এই কথাও নিজের সময় নিষ্ট করলে তাতে আমার কোনো উপকার হবে না। বরং উনাদের উদেশ্য উনারা অর্জন করতে পারবে। এখন আমি অবশ্যই চাইবো না আমার উদ্যেশের ১২ টা বাজিয়ে অন্যের উদ্দেশকে সফল করা ।
জীবনে অনেক অনেক বড় বড় ধাপ পার করতে হবে। যদিও আমি এখনো অনেক ছোট। সেই হিসাবে জীবনের অনেক কিছু এখন দেখার বাকি। কিন্তু আমার মনে হয় অনেক বড় বড় বাধা পার হতে হবে জীবনে , ওই জন্য অন্যের কথায় কান দিলে চলবে না। আপনার জীবনের লক্ষ্য আপনাকেই পূরণ করতে হবে। তাই অন্যের কথায় আত্মবিশ্বাস না ভেঙে নিজের লক্ষ্য পূরণের উদ্যেশে আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করা উচিত। যাতে জীবনের কঠিন কঠিন ধাপ গুলো পারি দিতে কিছুটা সহজ হয়।
Your level lowered and you are now a Red Fish!@shemanto72, sorry to see you have less Hive Power.
Support the HiveBuzz project. Vote for our proposal!