৩ বছর পর !

in BDCommunity3 years ago (edited)

pexels-edgar-hernandez-783944.jpg

সময় কারো কাছে হয়তো অনেক তাড়াতাড়ি অতিবাহিত হয় আবার কারো কাছে অনেক সময়ের বেপার। আসলে এটা আপনার উপর নির্ভর করে , আপনি যদি নিজের সময় গুলোকে কাজে লাগান তাহলে হয়তো আপনার সময় গুলো একটা তাড়াতাড়ি কাটবে। আর আপনি যদি সব সময় কোনো কাজ না করে বসে বসে সময় কাটান তাহলেতো আপনার সময় দেরিতেই কাটবে যদি আপনি আপনার সময়কে ঠিক মতো কাজে লাগাতে না পারেন।

আচ্ছা , এই কথা বাদ দেই আমি আসলে বলতে চাচ্ছিলাম সময়টা কবে কখন শেষ হয়ে যায় সেটার পাত্তাও পাওয়া যায়না। আসলে , আমি এইসব কথা বলার কারণ হচ্ছে তা প্রায় ৩ বছর আগের কথা সে গিয়েছিলো , আর আজ তার ৩ বছর পূর্ণ হয়েছে।

আপনারা ভুল ভাবেননা। আমি আমার বন্ধুর কথা বলছি ,আসলে কোনো একটা পারিবারিক কারণে তাকে ঢাকা ছেড়ে তাদের গ্রামে চলে যেতে হয়। আর তাদের গ্রামটাও এত কাছে না , ওই সেই বরিশাল। আসলে সত্যি বলতে , ও ই ছিল আমার একমাত্র কাছে বন্ধু। আর সত্যি বলতে বেশির ভাগ সময় আমি ওর সাথেই কাটিয়েছি। আর বলতে গেলে আমি প্রায় ১০ বছর ধরে ওর সাথে ছিলাম। সব সময় ওকে নিয়ে খেলতাম , কোনো জায়গায় গেলেও সব সময় একসাথে থাকতাম। কিন্ত কোনো একটা কারণে আজকে বন্ধুত্ত আসতে আসতে বিলীন হয়ে যাচ্ছে।

আসলে অনেকেই ভাববে যে জীবনে হাজারো রকমের বন্ধু আসবে আর হাজারো রকমের বন্ধু যাবে কিন্তু একটা কথা আপনার সেই হাজারো বনহুদের মাঝে সবাই কিন্তু মনের মতো হতে পারে না। আর মনের মতো মানুষ কিন্তু সবাইও হতে পারে না। আসলে বিশ্বাস জিনিসটা কোনোদিন ও ইচ্ছা করে আনা যায়না , এটা নিজের থেকেই জন্মায়। আর সবার উপর ও বিশ্বাস জন্মায়না।

আচ্ছা , আমি এখন আসল কথায় আসি , আসলে আমার টাইটেল এ " ৩ বছর পর " এটা দেয়ার কারণ , ওই বন্ধুটার পর প্রায় ৩ বছর পর দেখা হয়েছে। যেদিন আসবে তার ২ দিন আমাকে কল দিয়ে বলে যে আমি পরশুদিন ঢাকা আসছি। আসলে , কথাটা শুনার পর আমি অনেক খুশি হয়েছিলাম। আর গত ২ দিন আগে সে এসেছিলো , আর আজকে সে চলে গিয়েছে। যদিও তেমন বেশি ঘুরতে পারিনি তার সাথে কিন্তু সত্যি বলে এটাই ছিল আমার অনেক বোরো একটা পাওনা !

Image source

Sort:  

বিশ্বাস জিনিষটা হাজার চেষ্টা করলেও জোর করে আনা যায় না।আমিও মাঝেমাঝে ব্যাপারটা ভাবি।
ভালো লিখছেন।

Thank you , vai :')