শিশুর প্রাথমিক জীবনের শিক্ষা বিষয়ে সুন্দর কিছু কথা বলেছেন ও আপনার উপলব্ধিও যথেষ্ঠ্য চমৎকার। তবে আমাদের দেশের বেশিরভাগ অভিভাবক শিশুদের প্রাথমিক শিক্ষার বিষয়টা সম্পর্কে জানে বললেই হয়। কিন্তু বর্তমানেে এই বিষয়টা তরুণ পিতা মাতার মধ্যে বেশ সুন্দর দেখা যাচ্ছে। এই সুন্দর শিক্ষামূলক চিন্তাগুলো যতদ্রুত অভিভাবকদের জানানো যায়, ভবিষ্যতের শিশুদের জন্য ততোটা মঙ্গলময় হবে।
শিশুকে যদি প্রাথমিক বয়সে আনন্দের সাথে শিক্ষা দেওয়া যায়, তাহলে শিশুর মানসিক বিকাশে তেমন বাঁধা বা ভয় সৃষ্টি হয় না। যার ফলে শিশু জীবনের সকল অবস্থাকে সহজে সুন্দরভাবে মানিয়ে নিতে পাড়ে। আর তাই আমাদের অভিভাবকদের শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য প্রাথমিক শিক্ষার বিষয়ে সচেতন হওয়া দরকার।
Thanks for your comment 😊