মোবাইল আসলেই বিজ্ঞানের এক বিরাট বিস্ময়।খুব আবাক লাগে কিভাবে এখানে বসে কথা বলছি আর হাজার মাইল দূরে একজন আমার কথা শুনতে পাচ্ছে।হ্যাঁ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানি,কিন্তু এই ব্যাখ্যা মনকে তৃপ্ত করতে পারে না।
এখন পুলিশরা যেমন ওয়াকিটকি ব্যবহার করে ২০০৪-২০০৫ এর দিকে এ ধরনের ফোন গ্রামের বাজারে কিনে আনে একজন ব্যবসায়ী,তখন শুনতাম ফোনের দাম নাকি ছিলো আশি হাজার, সিমের দামও নাকি এমনই অনেক।বিদেশে ফোন করার জন্য প্রতি মিনিট আশি টাকা দেওয়া লাগতো।