ভাবছেন,কেনো যে আমি এতো শুকনা।মোটা কেনো হচ্ছি না।মোটা না হওয়ার কিছু লজিক্যাল কারণ আছে।আপনি হয়তোবা এমন কিছু করছেন যা মোটা হওয়ার বিরুদ্ধে। তো আজকের এই লিখাটিতে আমরা দেখবো কেনো মানুষ মোটা হয় না।তাহলে শুরু করা যাক।
মানুষের খাদ্য তালিকায় ছয়টি উপাদান রয়েছে।সেগুলো হচ্ছে,আমিষ,শর্করা,চর্বি,ভিটামিন,খনিজ লবণ এবং পানি।এর মধ্যে আমিষ বা প্রোটিন মানুষের শরীর গঠনে, শারীরিক বৃদ্ধিতে কাজ করে।আমিষ জাতীয় খাবারের মধ্যে রয়েছে মাছ,মাংস,ডিম,দুধ,ডাল ইত্যাদি। আমিষ জাতীয় খাবার শরীর গঠন করে বা মোটাতাজা করে।
একজন মানুষের জন্য দিনে গড়ে দেড়শো গ্রাম আমিষ প্রয়োজন যা আপনি আমিষ জাতীয় খাবার থেকে পাবেন।দেড়শো গ্রাম আমিষ মানে এই না যে দেড়শো গ্রাম আমিষ জাতীয় খাবার।অর্থাৎ আপনি যদি একশো গ্রাম মাছ খান তার মধ্যে আটারো গ্রাম থাকবে আমিষ।ঠিক তেমনি অন্য খাবারের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট পারসেন্টেজে আমিষ পাবেন।এখন যদি আপনি একদিনে এর চেয়ে কম পরিমাণ আমিষ জাতীয় খাবার খান তাহলে আপনার শরীর গঠন ব্যাহত হবে।আপনি মোটা হতে পারবেন না।
এখন আপনি নির্দিষ্টপরিমাণ খাবার ঠিকি খেলেন কিন্তু কাজ করলেন বেশি।অর্থাৎ আয়ের চেয়ে ব্যায় বেশি হলো তাহলে আবার শরীর গঠন ব্যাহত হবে।এখন বলতে পারেন যে কাজ করার শক্তিতো আসে শর্করা জাতীয় খাবার চাল,আটা,গম থেকে।হ্যাঁ তাঠিক কিন্তু এখানে একটা বেপার আছে।ধরেন,আপনি শর্করা জাতীয় খাবার খেয়ে শরীরে পাঁচশো কিলক্যালরি শক্তি জমালেন।তারপর কাজ করলেন ছয়শো কিলোক্যালরি শক্তি খরচ করে।বাড়তি যে একশো কিলক্যালরি শক্তি সেটা কোথা থেকে আসলো?সেটা এসেছে প্রোটিন বা আমিষ ভাঙনের ফলে।শরীরের সব শক্তি যখন ব্যয় হয়ে যায়, শক্তি ব্যয় বলতে গ্লুকোজের ক্ষয়,তখন আমিষ থেকে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়,যা শক্তি যোগায়।যে আমিষ শরীর গঠনে ব্যবহৃত হওয়ার কথা ছিলো,সেটা শক্তির যোগান দিতে ব্যয় হয়ে গেলো।যার কারনে এক্ষেত্রেও শরীর গঠন ব্যাহত হবে এবং আপনি মোটা হতে পারবেন না।
তারমানে আপনার কাজ আর খাবারের সামঞ্জস্য থাকতে হবে।যতটুকু শক্তি আপনি ব্যয় করেন সমপরিমাণ শক্তির শর্করা জাতীয় খাবার আপনাকে খেতে হবে।
আবার অনেকের ক্ষেত্রে হজমের সমস্যা মোটা হওয়াতে বাদার কারণ হয়।ধরেন আপনি একশো গ্রাম মাংস খেলেন।এর থেকে বিশ গ্রাম আমিষ আপনার শরীর শোষণ করার কথা।কিন্তু হজমের সমস্যার কারণে মাত্র দশ গ্রাম বা এর থেকেও কম আমিষ আপনার শরীর শোষণ করলো,সেক্ষেত্রে বাকি আমিষটুকু বর্জ্যে পরিণত হলো।হজমের সমস্যা থাকলে আপনি যতই খান না কেনো,বেশিরভাগ খাবার বর্জ্যে পরিণত হবে।
তাহলে নিশ্চয় বুঝতে পারছেন আপনি কেনো মোটা হচ্ছেন না।কোন কারণটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে সেটা চিন্তা করে দেখেন।আর এটাতো গেলো কেনো আপনি মোটা হচ্ছেন না,আর কিভাবে মোটা হবেন তা জানতে হলে আমার একটি লিখা আছে কিভাবে মোটা হবেন এই সংক্রান্ত।পড়তে পারেন ইচ্ছে করলে।
ধন্যবাদ।
অনেক সুন্দর লিখেছেন ভাই।এই ব্লগটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম।ধন্যবাদ 💖
আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। ❤❤❤
Congratulations!
Curated by
@sourov
Join us on Discord
A Youth Run Community Organization from Bangladesh
50SP100SP200SP500SP1000SP2000SP5000SP10000SP