আমার ভাগ্নে নীর বাবু ৷ সেদিন তার অন্নপ্রাশন ছিল ৷ তার অন্নপ্রাশনে মুখে ভাত দেওয়ার কথা আমারি ছিল ৷ সকাল দশটায় মুখে ভাত দেওয়ার কথা ছিল অবশেষে আমি সকাল নয় টার আগেই গোসল করে একবারে ক্লিয়ার হয়ে আমি রেডি ছিলাম ৷ দশ বাজার সাথেই সাথেই আমি আমার ভাগ্নে কে মুখে ভাত দেই ৷ এরকম ভাবে সবার মামা তার ভাগ্নে কে ছোটবেলা থাকতে মুখে ভাত দেয় ৷ এটা একটা সামাজিক নৈতিকতা আর সামাজিক এক অনুষ্ঠান ৷ এটা আসলে আদিম যুগের প্রচলন তারাই এই আচার আচরন নৈতিকতা অনুষ্ঠান পালন করে আসছিল ৷
এই অনুষ্ঠান করা হয় শুধুমাত্র সামাজিক নৈতিকতা থেকে আর সামাজিক আচার অনুষ্ঠান থেকে ৷ এবং ছেলের সবার আর্শীবাদ নেওয়ার জন্যই ছোটবেলায় এই অনুষ্ঠান টি করা হয় ৷
ফলে ছেলেরেও মঙ্গল হয়ে থাকে আপদ বিপদ দুর হয় ৷ এটা আদিম যুগের প্রচলিত কথা ৷ আর বর্তমানে আমরা ঐগুলো পালন করে আসতেছি এগুলা আমাদের দায়িত্ব কর্তব্য এর মধ্যে পড়ে ৷