image src
img src
একজন নারী শিশুকালে সকলের কাছে খুবই আদরের, কিশোর বয়সে তাদের চাঞ্চল্য আমাদের মনে আনন্দের সঞ্চার করে কিন্তু যৌবনে একজন নারী আমাদের সমাজের পুরুষের যৌনতার লোলপ দৃষ্টির অবিরত শিকার হয়। পুরুষ সমাজের এই লোলপ দৃষ্টির বেড়াজাল থেকে বেড় হয়ে আসতে পারে না কোন সুন্দরী রমনী, এই লোলপ দৃষ্টিকেই স্বাভাবিক দৃষ্টি ভেবে সমাজে বেঁচে থাকার নিরন্তন চেষ্টা চালিয়ে যায় তারা, কেউ সফল হয় কেউ বা শিকার হয় পাশবিক নির্যাতনের।
নারী স্বাধীনতা নারীদের মৌলিক অধিকার, এবং নারীরা আজ তাদের এই অধিকার আদায়ে সক্ষম হয়েছে। সমাজ ব্যবস্থায় প্রতিটি স্তরে আজ নারীদের আবাধ বিচরন। ইন্টারনেট জগতেও নারীদের বিচরন পুরুষের সমকক্ষ। সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও পুরুষ এবং নারীর বিচরন উল্লেখযোগ্য। কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নারীরা কতটুকু সুরক্ষিত? যদি #Facebook এর কথায় বলি, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীরা পুরুষদের দৃষ্ঠিভঙ্গী থেকে আসলেই কি সুরক্ষিত? কোন যুবতী মেয়ে যখন তার একটি সুন্দর ছবি #Facebook এ আপলোড করে, কতজন পুরুষ সেই ছবিটিকে শ্রদ্ধার চোখে অবলোকন করে? আমার মতে সেই সংখ্যাটা খুবই কম, তাদের তুলনায় যারা এই ছবিকাটে লোপপ দৃষ্টিতে অবলোনকন করে তাদের চেয়ে। এর জন্য আমাকে কোন বিশেষ প্র্রমান হাজির করতে হবে না, ছবির নিচের কমেন্টগুলোই তার যথেষ্ট প্রমান রাখে।
তাই বলে কি মেয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করবে না বা ব্যবহার করা ছেড়ে দিয়েছে। না তারা ব্যবহার করবে এবং করতেছেও, ঐ যে বললাম পুরুষের লোপপ দৃষ্টিকে স্বাভাবিক দৃষ্টি ভেবে বেঁচে থাকতে শিখে গেছে আমাদের সামাজের নারীরা। কিন্তু আর কতদিন আমাদের দৃষ্টিভঙ্গির অন্তরালে তাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের খারাপ দৃষ্টিভঙ্গী কবে পরিবর্তন হবে। কবে আমারা তাদেরকে শ্রদ্ধার চোখে দেখবো।
Women's freedom is a fundamental right of women, and women have been able to realize this right today. Today, women are free to roam at every level of society. In the world of the internet, women are equal to men. The engagement of men and women in all types of social media is also significant. But how safe are women on these social media? Let's talk about #Facebook, are women really protected from men's point of view through this social media? When a young girl uploads a beautiful picture of herself on #Facebook, how many men look at that picture with respect? In my opinion, that number is very low, compared to those who look at this picture with their bad eyes. I don't have to present any special proof for this, the comments below the picture are enough proof of it.
That is to say, girls will not use social media or have stopped using it, Nor will they use and are doing. I said that the women of our society have learned to live by considering the lost vision of men as normal vision. But how long will they have to survive behind our bad attitude? When will our bad attitude change? When will we look at them with respect?
Thanks for reading.
আসসালামুয়ালাইকুম ভাই।
পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার মাঝে থেকে নারীকে দেখা খুবই মুশকিল। কিছু দ্বিধা দ্বন্দে পরে যাই আমরা। তবে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় যা যা বর্ননা করলেন তা ঘটতেই থাকবে।কিন্তু সম্মানের যে বিষয়টার কথা বলা হয়েছে তার দিকেই আমাদের মনোযোগ দেওয়া উচিৎ বলেই মনে হয়।
ধন্যবাদ ভাই
My tweet:
Good to see such dual language post. Khub bhalo. :)
I'm trying to spread my mother language in this blockchain.
This post earned a total payout of 13.032$ and 6.516$ worth of author reward that was liquified using @likwid.
Learn more.