BDCommunity:||কমিউনিটিতে আমার প্রথম পোষ্ট ||০৭-০৭-২০২১

in BDCommunity4 years ago

আসসালামুয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনি আল্লাহর অশেষ রমহতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রমহতে আমিও ভাল আছি। এটি আমার এই কমিউনিটিতে প্রথম পোস্ট। আজ আমি নিজেকে @BDCommunity তে পরিচয় করিয়ে দেব।


সুতরাং, শুরু করা যাকঃ



155386174_718541118852668_2622051105410980754_xn.jpg



আমার সম্পর্কে কিছু তথ্যঃ


আমার নাম আবু হানিফ সংগ্রাম। আমি বাসা দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় অবস্থিত। আমি একজন বাংলাদেশি।
আমার ছদ্দ নাম সংগ্রাম এবং আমার @Hive.blog ব্যবহারকারী আইডি @sangram5। আমার বয়স ২৩ বছর। ৫ সদস্য নিয়ে আমাদের পরিবার। আমি পরিবারের বড় সন্তান। আমি বাদেও আমার আরো ছোট ২টি ভাই আছে। আমি বড় বিধায় আমার অনেক চাওয়া পাওয়া গুলো তাদের জন্য ত্যাগ বা বিসর্জন দিতে হয়।

হয়তো বা বাড়ির বড় ছেলে/মেয়েগুলো এমনি হয়।

153817460_185207026329968_7562493853310048381_ns.jpg

155007105_516919525953911_5861117829038526661_n.jpg



আমার শিক্ষাগত যোগ্যতাঃ


আমি বিএসএস ২য় বর্ষের ছাত্র। আমি বর্তমানে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজে লেখাপড়া করতেছি। এই করোনা মহামারীর কারণে শিক্ষার উপর চরম প্রভাব ফেলেছে। যার দরুন, আমার লেখাপড়ার উপরেও প্রভাব পড়েছে।

করোনা না থাকলে হয়তো এতো দিনে আমার প্রিভিয়েস শেষ করতাম আর তারপর মাস্টার্সের জন্যে আবেদন করতাম। কিন্তু বর্তমানে আমার পরিবার থেকে একটু করে চাপ আসতেছে, বড় তো হয়ে গেলি চাকুরি করবি কবে???

এর প্রতিউত্তরে আমি আর কিছুই বলতে পারি না। আমার যে সার্টিফিকেটের জোর নেই। একটু খানি লেখালেখি করতে ভালোবাসি বিধায় @Hive.blog এ আসা।



ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনাঃ


আমার স্নাতক শেষ করার পরে আমি একজন সরকারী কর্মকর্তা হতে চাই এবং এর পাশাপাশি একজন ভালো ব্যবসায়ী হতে চাই। এতে করে পরিবারের আর্থিক চাপ একটু হলেও লঘব করতে পারবো। সবাই আমার জন্যে দোয়া করবেন।

ধন্যবাদন্তেঃ
@sangram5

Sort:  

welcome to hive!!!