Sacrifice

in BDCommunity4 years ago

আশা করি সবাই ভালো আছেন।আজকে আমি আমার বড় বোনের ব্যাপারে লেখছি কারন আজকে তার জন্মদিন।

আপনারা আমার পাশে বসা যে মেয়েটির ছবি দেখতে পাচ্ছেন তিনি আমার বড় বোন।একজন বড় বোন দ্বিতীয় অভিভাবক।ভাই ও বোনের মাঝের সম্পর্ক বাকি সব সম্পর্ক থেকে ভিন্ন হয়ে থাকে।তাদের মধ্যে ঝগড়া মারামারি হলেও বেশিদিন কথা না বলে থাকতে পারে না।ঝগড়া করার পর কথা না বলে উশকানি দেয়ার মজাটা অন্যরকম আনন্দ দেয়।এই আনন্দ শুধু তারাই পায় যার বোন আছে।

USER_SCOPED_TEMP_DATA_orca-image-1793907370.jpeg

আমার বোন অনার্স মাস্টার্স এ বাংলা বিষয় নিয়ে পড়ালেখা করছে।তার পাশাপাশি তিনি টিউশনি করে থাকেন।এবং এই টিউশনি করে তিনি সম্মানসহ বেশ ভালোই টাকা উপার্জন করেন।কিন্তু সেই টাকা তিনি নিজের জন্য খুবই কম ব্যাবহার করে থাকেন।

আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমার ব্লগের টাইটেল সেক্রিফাইজ কেনো দেয়া...?

আমি যার ব্যাপারে আজকে লিখছি (আমার বড় বোন) তিনি আমার পরিবারে সবচেয়ে বেশি সেক্রিফাইজ করেছেন।এই কথাটা কেউ বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝি।কারন আমার বাইরের পড়ালেখা থেকে নিয়ে আমার কাপড় চোপড় সব তার কিনে দেয়া।আমার ছোট থেকে নিয়ে বড় সব ইচ্ছা একমাত্র তার টাকা দিয়েই পুরন হয়েছে।

আমি এতো বছরে বাসায় অনেক কিছুই দেখেছি কিন্তু আজ পর্যন্ত তাকে নিজের ব্যাপারে ভাবতে দেখি নি। তিনি কখনো নিজের চিন্তা করতেন না।সবসময় অন্যের চিন্তা করতেন।তিনি সবার ইচ্ছা পুরন করতেন এবং করছেন এবং করতে থাকবেন।

আমরা যারা টিউশনি করে থাকি তারা নিশ্চয়ই জানি যে এটা কত কষ্টের কাজ।একটা টিউশন করাতেই অবস্থা খারাপ হয়ে যায়।আর আমরা এই টিউশনির টাকা বেশিরভাগ নিজের ব্যাক্তিগত কাজে ব্যবহার করে থাকি। কিন্তু এই বিষয়ে আমার আপুটা ভিন্ন।তিনি নিজের কাজে খুব কম ব্যাবহার করে থাকেন।

আমি যখন যেটা পছন্দ করি তিনি সাথে সাথে কিনে দেন।যদি এমন হয় আমার একটা জিনিস পছন্দ হয়েছে কিন্তু আপুর টাকার প্রয়োজন আছে কোনো বিশেষ কাজের জন্য।তাহলে তিনি আমাকে সেই জিনিসটা কিনে দিবেন নিজের কাজের কথা একবারও চিন্তা করবেন না।

আমি মাঝে মাঝে একটা কথাই চিন্তা করি।আমি আজ পর্যন্ত তার জন্য কিছু করতে পারলাম না।এমনকি ১৮ই মার্চ তার জন্মদিন কিন্তু আমার সেই সামর্থ্য নেই যাতে তাকে কিছু দিতে পারব।কিন্তু আমি সবসময় তার জন্য দোয়া করব।আল্লাহ যেনো তাকে সব বাধা বিপত্তি থেকে হেফাজতে রাখুক।

আমি সারাজীবন তার কাছে ঋণী হয়ে থাকবো।

এছাড়া আমাদের ভাই বোনের মাঝে মারামারি লেগে থাকে।আমি যখন কলেজে যাই ছাত্রাবাসে থাকি তখন পরিবারে সবাইকে মিস করে বিশেষ করে আপুকে।বাসায় গেলে মারামারি করা ঝগড়া করা একটা আলাদা আনন্দ দেয়।পৃথিবীর সকল ভাই বোনের ভালোবাসা অটুট থাকুক।বড় বোন অনেক সময় বেস্ট ফ্রেন্ড হিসেবে সাহায্য করে।মা বাবার পর যদি কেউ আপনার কথা বুঝে থাকে তাহলে সেটা হলেন বোন।

আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে।কিন্তু আপু আমার ইচ্ছাগুলো যেভাবে পুরন করে থাকে তাতে বোঝাই যায় না আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে।কখনো কোনোদিন এমন হয় নি আমার পছন্দ আর আমি সেটা পাইনি।পেয়েছি একমাত্র আপুর কারনে।

এতো ত্যাগের পরেও তিনি আমাদের কেউ কে বুঝতে দেন না।হয়তো তার কষ্ট হয় কিন্তু প্রকাশ করেন না।আমাদের অনেকের পরিবারে এইরকম বড় বোন থাকেন।আমাদের উচিত তাদেরকে বোঝা।তাদের ইচ্ছাগুলো পুরন করতে না পারলেও পুরন করার চেষ্টা চালিয়ে যাওয়া।

আমি আর বেশী কিছু লিখব না।কারন লেখা বন্ধ না করলে লেখা চলতেই থাকবে।আজকে এই পর্যন্তই। আপনারা সবাই আমার বোনের এবং আমার পরিবারের জন্য দোয়া করিয়েন।পরের ব্লগে আবারো দেখা হবে।আল্লাহ হাফেয।

সবার প্রতি ভালোবাসা রইল।
@sanaulbd

Sort:  

"শুভ জন্মদিন"
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো। ইনশাআল্লাহ্ তিও তোভার বোনের জন্য কিছু করতে পারবে এই দোয়া রইলো।

ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই দোয়ার দরখাস্ত রইল 🥰