ভালোবাসার আরেক নাম কবুতর

in BDCommunity4 years ago

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি।আজকে আমি আমার বাসায় গড়ে তোলা ছোট খামারের ব্যাপারে লিখেছি।ছোট কাল থেকেই দেখে আসছি মহল্লার অনেকে কবুতর,মুরগী এবং বিভিন্ন ধরনের পাখি বাসায় পোষ মানিয়েছেন।তখন আমারও ইচ্ছা হতো যে আমিও বাসায় কবুতর বা পাখি এনে পালন করব।কিন্তু সেই বয়সে আর এত টাকা পয়সা ছিলো না।বাসায় টাকা দিত সেই টাকা দিয়ে চকলেট খেয়ে নিতাম।এরপর ধীরে ধীরে যখন বড় হই টাকা জমানো শুরু করি।গড়ে তুলি ছোট তালা ব্যাংক।আমার যখন ১৪ বছর তখন বাসায় কবুতর এনেছিলাম টাকা জমিয়ে।

IMG_20201112_172241.jpg

IMG_20201112_133302.jpg

সেই সময় ৬ জোড়া কবুতর কেনার সামর্থ্য হয়ে ছিলো।দেশি, গিরবাজ এবং কিং কবুতর কিনেছিলাম।৫ মাস পোষ মানাতে গিয়ে ৪ টি বাচ্চা দিয়ে ছিলো দেশি কবুতর।কিন্তু হটাৎ করে ৩১শে ডিসেম্বর রাতে বাড়ির পাশে নতুন বছরের আগমনের পার্টি যার কারনে জোরে জোরে গান বাজনা।আমরা বাসার সবাই ঘুমিয়ে যাই।

IMG_20201112_133256.jpg

IMG_20201112_133227.jpg

সকালে আমার মা সবার আগে উঠে।আমার মা উঠে কবুতর গুলোকে খাবার দিত।মা খাবার দিতে গিয়ে দেখে একটাও কবুতর নেই খাচায় শুধু রয়েছে বাচ্চা ৪টি।সব কবুতর চুরি হয়ে যায়।বছরের শুরুতেই সকাল সকাল এমন সংবাদ পেয়ে মন পুরোপুরি ভেঙে যায়।বুঝতে পারি নি কী করব।৪ টি বাচ্চা ছিলো সেগুলোও কয়েকদিন পর মারা যায়।আমার আর সাহস হয় না নতুন কবুতর কেনার।অনেক দিন পরে আমি প্রায় ৮ মাস পর নতুন আবারও কবুতর কিনে নিয়ে আসি।

IMG_20201112_133236.jpg

এইবার ৫ জোড়া কবুতর কিনে নিয়ে আসি।কবুতর কিনে নিয়ে আসার পর খুবই যত্ন সহকারে লালন পালন করতে লেগে যাই।কবুতর গুলো বাচ্চা দেয়া শুরু করে।আমাকেও ভালো লাগা শুরু হয়।কিন্তু দুর্ভাগ্যবশতে আমার কবুতর আবারও চুরি হয়ে যায়।তখন আমি ভাবি যে আমার বাসার পাশের ছেলেদের এটা কাজ।কারন দুই বার একই সময় কবুতর চুরি হয় যে দিন তারা ৩১ শে ডিসেম্বর রাতে গান বাজনা করে।তাদের দোষ দেই নিই কিন্তু তাদের ডাকে জিজ্ঞেস করি যে কবুতর চুরি হয়েছে তোমরা কি কেউ কে দেখেছিলে? তারা বলল না ভাই আমরা তো গান বাজনা করতেই ব্যস্ত ছিলাম।তাই কেউ কে দেখি নিই আপনার বাসায় যেতে।
IMG_20201112_133244.jpg

এরপর আমি তাদের কিছুই বলি নিই।কারন আল্লাহ সব দেখছেন।ইহকালে তাদের হিসাব না হলেও পরকালে তারা ঠিকই হিসাব এবং শাস্তি পাবে যদি চুরি করে থাকে।আর
আত্বীয়তা বজায় রাখার জন্য কিছু করি নাই।এরপর থেকে আমি চিন্তা করলাম আর এই বাসায় কবুতর নিয়ে আসব না।আমার বন্ধুদের সাথে ঘুরতাম তাদের বাসায় গিয়ে তাদের কবুতর দেখতাম।তাদের কবুতর দেখে আমাকে নিজের কবুতরগুলোর কথা মনে পড়ে যেত।খুবই খারাপ লাগত।এইভাবে কবুতর ছাড়া কাটত দিন।এইভাবে কেটে যায় প্রায় ৪ বছর।এরপর কয়েকদিন আগের কথা বলি।
IMG_20201112_133307.jpg

আমার এক বন্ধুর বাসায় কবুতর ছিলো।তাদের পারিবারিক সমস্যার কারনে সে বলে কবুতর গুলো বিক্রি করে দিবে।তাই আমাকে ডাকে বলে কেউ নিতে চাইলে জানাইতে।কবুতর গুলোকে দেখে আমার পুরাতন কথা মনে পড়ে যায় এবং আমি কিনে ফেলি কবুতর।
IMG_20201112_133215.jpg

গিরবাজ কবুতর নিই ২ জোড়া ১৪০০ টাকায়।কাগজি নিই ১ জোড়া ১২০০ টাকায়।সয়াচন্দন ২ জোড়া ৩০০০ টাকায়।ছুল্লি ৩ জোড়া ৩০০০ টাকায়।কবুতর বাসায় নিয়ে আসলে সবাই বকা দিলেও তাদের যত্ন সহকারে রেখেছি।তাদের খুবই আদরে লালন পালন করছি।

আপনারা সবাই দোয়া করবেন।

সবার প্রতি ভালোবাসা রইল

DEVICE: SYMPHONY I98

@sanaulbd

Tweeter

Facebook

Sort:  

Congratulations @sanaulbd! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You published more than 10 posts. Your next target is to reach 20 posts.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

Project Activity Update