ছেলে আমার মস্ত বড় মস্ত জ্ঞানের ভাণ্ডার

in BDCommunity4 years ago

Hello everyone,
Hope you all are well ...

সবাইকে অভিনন্দন জানই আমি আজ নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো ।
যদিও আগে একবার পরিচয় দিয়েছিলাম আমার ছেলের তার পর ও মনে করলাম আরেকবার আমার এই মস্ত বড় মস্ত জ্ঞানের ভাণ্ডার ছেলের পরিচয় টা দিলাম।
আমার ছেলের নাম ঃ মোঃ আলিফ ইবন সজীব, বয়স ১০ বছর ৭ মাস,অটো পাশে এবার ক্লাস ফোর( ৪) এর ছাত্র। আশা করা যায় আবারো অটো পাশে সে ক্লাস ৫ম ক্লাসে দিব্যি উঠে নাচা নাচি করবে।অদম্য ইচ্ছে শক্তি যার মধে সব সময় কিলবিল করে।

coollogo_com-25815732.png

এবার বুজলাম আমার এই ছেলে কিন্তু বেশ জ্ঞানী হয়ে উঠেছে। বয়সের তুলনাই অতান্তই পেকেছে। আসলে এর দোষ আমাদের নিজেদের কাধেও নিতে হচ্ছে , আমরা আজ আদর করে বাচ্চাদের হাতে মোবাইলে ফোনে দিচ্ছি আর গর্ব করছি আমার ছেলে এটা পারে সেটা পারে সব খেলতে পারে আর কত কি !!!

একটা মজার ছোট সত্য গল্প বলছি.........
আমার ছেলের বয়স যখন ৪ বছর বছর তখন আমার বড় ছেলের বয়স মাত্র ৬ বছর । মাত্র নার্সারিতে ভর্তি হইছে এ সময় আমরা নিজেরাই আমার বড় ছেলেকে বই পড়াচ্ছিলাম তখন একটা প্রশ্ন ছিল ।

"কাঁঠাল কোথায় সবচেয়ে ভালো জন্মে "?

আমার বড় ছেলে যখন আমতা আমতা করছিল তখন পাশে বসে থাকা আমার এই ছোট ছেলে দ্রত উত্তর টা দিয়ে দেয় যা আজ ও আমি এর ভুল ধরতে পারিনি উত্তরটা ছিল

উত্তর "গাছে"

আমরা সবাই আমার এই ছোট ছেলের দিকে তাকিয়ে ছিলাম এবং হাঁসতে হাঁসতে সবার পেট বেথা হয়ে গিয়েছিল এই কারনে ও বার বার বলছিল এবং জিজ্ঞাসা করছিল কেন হয়নি? আমি সেদিন একেবারেই চুপ হয়ে গিয়েছিলাম ।

যাই হোক সেই প্রশ্ন থেকে আমরা ও অনেক শিখেছি এবং পার হয়ে গেছে অনেক টি বছর আমার সেই ছোট ছেলে এখন অটো পাশে এবার ক্লাস ফোর( ৪) এর ছাত্র। আশা করা যায় আবারো অটো পাশে সে ক্লাস ৫ম ক্লাসে দিব্যি উঠে নাচা নাচি করবে। কিন্তু সেরকম ঝটপট উত্তর দেয়া কিন্তু সে ভুলেনি।
আজ অনেক দিন পর আমার সেই একই রকম প্রশ্ন করে বসছিল বড় ছেলেকে ওর মা এই ক্ষেত্রে ও তেমনি এক বাস্তবধর্মী উত্তর যা আবার ও নতুন করে আমাদের ভাবতে শিক্ষিয়েছে অনেক কিছু
প্রশ্নটা ছিল ।

"কোন জিনিসটা ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারবোনা?"

এবারও ছেলে আমার মস্ত বড় মস্ত জ্ঞানের ভাণ্ডার বলে দিল খুব সহজেই উত্তর

উত্তর "মোবাইল"

আমারা এবারও হেসে দিলাম কিন্তু আগের বারের হাঁসিটা ছিল বিশুদ্ধতার কিন্তু আজকের হাঁসিটা ছিল বিষন্নতার ।
আমরা আজ কোথায় গিয়ে ঠেকেছি । বাচ্চাদের মনে ডিজিটাল এই চিন্তাধারা আমাদের কোথায় নিয়ে ঠেকাবে।
যদিও আংক্ষিক অর্থে এই উত্তরটি মেনে নেয়া কষ্ট কিন্তু বাস্তব কিন্তু এটা । আমরা আজ মোবাইল ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো ? নিজেকেই প্রশ্ন করুন তাহলে উত্তর পেয়ে যাবেন।যদি উত্তরটা হ্যাঁ হয় ......................................
তাহলে আপনিও মেনে নিতে বাধ্য হচ্ছেন যে ছেলে আমার মস্ত বড় মস্ত জ্ঞানের ভাণ্ডার ...

সবাই ভালো থাকবেন।

Let us all stay home and keep ourselves healthy,

All those who come from outside, wash their hands with soap for at least twenty seconds and wear masks and protective clothing

Good Luck to all of you
That's all for now. I'll come with an interesting post again.

Hit the up-vote button if you like this post and leave a comment if you wanna say anything about this post or by any other new posts.
Please support me to keep having more of my works and you can follow me so that you can see my future posts and you're always welcome to my blog.

Find Me

Youtube
Facebook
Threespeak
Twitter

Blue and Green Modern Gradient Business YouTube Thumbnail.png

2.png

Sort:  

Hi @sajibibon84, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON