কুরবানী সমাচার

in BDCommunity3 years ago

Hello,Guys Eid Mubarak.


source


আজ আমাদের বাংলাদেশে কুরবানী ঈদ বা ঈদ-উল-আযহা।এই ঈদে আমরা আল্লাহর রাস্তায় আমাদের কিনা বা পালিত কোনো পশু কুরবানী দি।কিন্তু এই কুরবানীতে বেশিরভাগ সময়ই একটা "কিন্তু " থাকে।কিন্তুটা কি একটু বিস্তারিত বলি।
কুরবানী করতে হয় তিন ভাগে।এক ভাগ নিজ পরিবারের,দ্বিতীয় ভাগ আত্বীয়-স্বজন এর আর তৃতীয় ভাগ গরীব-দুখীদের।আমরা নিজের পরিবারেও খুব সুন্দর ভাবে কুরবানী করা পশুটির মাংস রাখি,আত্বীয়-স্বজন কেও একদম ভরে ভরে দেই কিন্তু এইযে গরীব-দুখীদের বেলায় একটু কেমন যেনো হয়ে যায় ব্যাপারটা!তাইনা? না না, সবার ক্ষেত্রে বলছিনা।বলছি কিছু মানুষের কথা যারা গরীব মানুষগুলো মাংস খুজতে আসলে দূর দূর করে তাড়িয়ে দেয় অথবা ভালো মাংসগুলো ফ্রিজে রেখে পশুর হাড় বা চর্বি গুলো গরীবদের দেয়।কি নির্মম ব্যাপারটা তা ভাবতে পারেন?আমার আজকের দেখা একটা কাহিনী বলি,
কসাইরা আমাদের মাংস কাটছিলো তো আমি ওখানেই বসে ছিলাম এমনিতেই, দেখলাম কয়েকটা মহিলা আসলো মাংস খুজতে আমিও তাদের কিছু কিছু করে মাংস দিয়ে দিলাম আমাদের মাংস থেকে।হঠাৎ পাশের বিল্ডিং এর আংকেলটা আমার দিকে হেটেঁ এসে আমাকে একটু সাইডে টেনে নিয়ে বললো," আরে এইভাবে দিচ্ছ কেনো!তাহলে ভাগে কম পরবে তোমাদের।এখন দিওনা, আগে ভাগ করো তারপর চর্বিগুলা একদিকে করে রেখে ওইখান থেকে দাও।এতো দাম দিয়ে গরু কিনে এসবকে এইভাবে দিয়ে দিচ্ছ কেনো?এগুলা সব জায়গা থেকে এমনিতেই অনেক পায়।খোঁজ নিলে দেখবা আমাদের ঘরের চেয়েও তাদের ঘরে মাংস বেশি।এরপর হাসতে হাসতে চলে গেলো!!" আমি তো শুনে শুধু আকাশ থেকে পরলাম।শুধু ভাবতে থাকলাম,আহা কুরবান!আহা!!এই বুঝি কুরবান?নিজে ভালো পিসটা খেয়ে অন্যকে খারাপ পিসটা দিয়ে কি কুরবানী হয়।আমি ওই তর্কে যাবোনা যে এই মানুষগুলো কুরবানী আল্লাহ কবুল করছে কি না! তবে অবশ্যই আমি বলতে বাধ্য আল্লাহ হয়তো কুরবানীটা এভাবে দিতে বলেনি।তাই নয় কি?একটু পরে ওই আংকেল কে দেখলাম গেইটে তালা দিয়ে উপরে চলে গেছে কারণ মাংস কাটা শেষ তো এখন যাতে আর মাংস খুজতে কেও উপরে বাসায় যেতে না পারে।আমি বাসায় এসে আম্মাকে বলতেই আম্মা বললো, " থাক বাবা।এসব নিয়ে কথা বলিছ না,যার ভাবনা সে ভাবুক কারণ এসব মানুষ নিজেরাই জানে কোনটা ভালো আর কোনটা খারাপ তাও লোভে পরে এসব করে।" আমিও তাই আর কিছু বলিনি নাহলে ওই লোকটাকে দু চারটা কথা শুনাতে খুব ইচ্ছা করছিলো।এসব মানুষগুলোর জন্যই আমাদের সমাজের এই খারাপ অবস্থা।এরাই গরীব ধনীর মধ্যে ভেদাভেদটা এতোটা বাড়ায়। যাই হোক,শুধু মনে মনে বললাম, আল্লাহ যেনো তাদের একটু হেদায়াত দেয় যাতে তারা গরীবের কষ্টটা বুঝে।
আমার আজকের পোস্টটি এখানেই শেষ করছি আর সবার কাছে অনুরোধ মানুষকে তাই দান করুন যা নিজের মুখে দেওয়ার যোগ্য।

ধন্যবাদ সকলকে।