ব্রাজিল বনাম আর্জেন্টিনার সমর্থকদের আলাপন

in BDCommunity3 years ago

source


আজকে আমার লেখার বিষয়বস্তু খুব একটা সহজসরল নয়,সহজসরল নয় বলতে বুঝালাম আমি একজন ব্রাজিল ফুটবল লাভার আর এই টপিকটা যথেষ্ট কর্ন্ট্রোভার্সিয়াল টপিক।কারণ যে কারো সামনে আমি যদি বলি যে আমি ব্রাজিল সাপোর্টার তাহলে সে অবশ্যই ধরে নেবে আমি আর্জেন্টিনা অপছন্দ করি আবার কেও যদি বলে যে আমি আর্জেন্টিনা সাপোর্টার তাহলে অন্যরা অবশ্যই ধরব নেবে যে সে ব্রাজিল অপছন্দ করে।
কিন্তু আমার কিছু কথা বলার আছে।আচ্ছা বলুন তো কেনো আমাদের সবার এই ধারণা?কেনো আমরা ধরে নেই যে এক দলের সাপোর্টার মানেই অন্য দলের হেটার!!কেনো আমরা ভাবতে পারিনা যে একটা মানুষ ব্রাজিল আর্জেন্টিনা দুটোই পছন্দ করতে পারে তাতে একটা হয়তো পছন্দের শীর্ষে থাকে আরেকটা শীর্ষের পরের অবস্থানে।এইযে লাস্ট যেই খেলাটা হলো অর্থাৎ কোপা আমেরিকা ফাইনাল আর সেখানে ছিলো আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল খেলা।কি অবস্থাটাই না হলো ওই খেলায়!আমি তো পুরো অবাক হয়ে গেলাম।কারণ খেলা শেষ লিওনেল মেসি নেইমারকে জড়িয়ে ধরে শান্তনা দিচ্ছে আর অন্যদিকে আমাদের দেশীয় ভাইবোনেরা মনে হচ্ছে বাপদাতা আমলের জায়গাজমি নিয়ে মারপিট লাগিয়ে দিলো।কি একটা অবস্থা!!সবচেয়ে অবাক হয়েছি যখন দেখলাম বি-বাড়িয়াতে দুই দলের দুই সমর্থক একজন একজনকে মেরে হাসপাতালে ভর্তি করার অবস্থায় পাঠিয়ে দিয়েছে,ছবি দেখে বুঝলাম ভালো রকমের ই জখন দুইজন ই।আবার আরেকটা তে দেখলাম খেলার পরের একটা ভিডিও। ওই ভিডিওতে দেখলাম এ ব্রাজিল সমর্থক দৌড়াচ্ছে আর পিছনে অনেক আর্জেন্টিনা সমর্থক তাকে ভালো রকমের ই দৌড়ানি দিচ্ছে আর খেলার একদিন আগেই নাকি ওই ব্রাজিল সাপোর্টার এই আর্জেন্টিনা সাপোর্টারদের খুব মাথা গরম করে ছিলো।আচ্ছা আমরা একটা ভেবে দেখেছি যে আমাদের দেশের মানুষগুলোর মনের ভেতরটা দিন দিন কোথায় চলে যাচ্ছে!কোন জায়গায় গিয়ে আমাদের মন ধ্বংস হয়ে গেলো!কারণ তারা খেলছে, তারা টাকা পাচ্ছে,তারা ফেম পাচ্ছে,তারা উপভোগ করছে,তারা কঠিন পরিশ্রম করছে আর তারাই সফলতা পাচ্ছে। আমরা মাত্র তাদের সাপোর্টার কিন্তু তাতেই আমরা যেনো পাগল হয়ে গেলাম পুরো।আসলে ব্যাপারগুলা কি ঠিক হচ্ছে?উচিত হচ্ছে?আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখছে!আরে ভাই বুঝার চেষ্টা করো!তোমার পছন্দ তোমার আর আমার পছন্দ আমার।তাতে এভাবে ঝগড়া, মারামারি করার কিছু নেই। অপু ভাইয়ের মতো বলছে ইচ্ছা করে যে, " ভাই এসব করে কি আমি ৫ টাকা পাবো!!"।
আমি বলবো প্লিজ এসব করবেন না।নেইমার আর মেসি যেমন বন্ধু, সহযোদ্ধা তেমন আপনি আমিও বন্ধু ই থাকি।


ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।আর এখন আমি ব্রাজিল সাপোর্টার বলে আমার উপর খেপার কিছু নেই, আমি মেসি ভক্ত ও এবং তার বেশিরভাগ খেলাও আমি দেখি।

@sahadathossen


Sort:  

Congratulations @sahadathossen! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You distributed more than 50 upvotes.
Your next target is to reach 100 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!