সেজান গ্রুপের শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু

in BDCommunity3 years ago

source


আজ একদম মন ভালো নেই। চারিদিকে নিশ্বাসে যেনো লাশের গন্ধ,স্বজনের হাহাকার শুনছি।আজ এক বছরের উপরে করোনার মৃতের সংখ্যা আগাছার মতই বাড়ছে। এই বিপদ না হয় সংক্রমণ ভেবে ভেবে না নিজে সচেতন ভেবে চলে চলে পার করছিলাম।কিন্তু এই দুর্ঘটনা? কিভাবে মানা যায়?কোনটা ভাবছেন?
এইযে সেজান গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজ এর কথাই বলছি।
নারায়ণগঞ্জ রূপগঞ্জের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডের বলি হয়েছে প্রায় ৫২টি পরিবারের ৫২টি মাথার ছাদ মানে ৫২টি জলজ্যান্ত মানুষ।কিন্তু মজার ব্যাপার হলো, সজীব গ্রুপের চেয়ারম্যান আবার বড্ড ভালো মানুষ।তিনি বলেছেন, এইটা খুব বড় দুর্ঘটনা, কিন্তু আমি পালাবোনা দেশ ছেড়ে এবং আমার সব কারখানা বৈধভাবে নির্মাণ। তা খুবই ভালো কথা এসব।কিন্তু আমার কিছু প্রশ্ন মনে ঘুরাঘুরি করছেন সারাদিন।
এইযে,আমাদের তো সবার জানা প্রত্যেকটি বড় বড় সংস্থা বা কারখানা বা বড় বড় ইন্ডাস্ট্রি যার কথাই বলি না কেনো প্রতেকটাতেই কিন্তু ভবনের পিছনের দিকে নিরাপদ ঝুকিমুক্ত সিড়ি থাকার কথা। তাই নয় কি?তাহলে আমার কথা হলো আগুন লাগলো,খুব ভালো কথা।আগুন ছড়ালো, তাও ভালো কথা।কিন্তু তাদের বিপদ থেকে বাচাঁর উপায়টা কেনো ছিলোনা?আমরা টিভি চ্যানেল খুললে প্রায় দেখি বাইরের দেখে বিভিন্ন প্রতিষ্ঠান গুলো কিভানে আগুন সহজেই নিয়ন্ত্রণে করা যায় তা শিখায় আমি আমাদের দেশের মিলিটারিদের ও এমন অনেক ভিডিও দেখেছি।কেনো এসব রাঘব বোয়াল প্রতিষ্ঠান গুলো কোনোদিনো এসব করেনা?কারণ জানেন?কারণ হলো এসবে তো মেলা খরচ! এসব খরচের কি দরকার।শ্রমিক ট্রমিক এসবতো ছাপোষা মানুষ।তাদের আবার কিসের নিরাপত্তা!
খুব খারাপ লাগলো একটু আগে একটা ভিডিও দেখে।ভিডিও তে বাবা কেঁদে কেঁদে বলছে, তার মেয়ে মারা গেছে। বয়স নিতান্তই ১৪ কি ১৫ আর বেতন ৫০০০ টাকা।ভাবতে পারেন কি নির্মম আমাদের এ সমাজ?চেয়ারম্যান সাহেব তো বড় গলায় বললো যে, তিনি নাকি আহতদের পরিবারের পাশে দাঁড়াবে।কিন্তু কিভাবে?মেয়েটাকে ফিরিয়ে দিয়ে?৫২ টা জীবন ফিরাতে পারবে?
আসলে আমার হাতে যদি ক্ষমতা থাকতোনা এসব আঙ্গুল ফুলে কলাগাছ মানুষগুলো ঠিক ততটাই দ্রুত মাটিতে নামিয়ে আনতাম যতটা দ্রুত তারা উপরে উঠেছে।আমি শুধু ভাবি আমার লিখতেই হাত কেপেঁ উঠছে।স্বজনহারা গুলোর কি অবস্থা?কে দেখবে তাদের মনের ভেতরটা?
আজ আর বলতে চাইনা কিছুই।ওপারে চলে যাওয়া মানুষগুলো ভালো থাকুক।আল্লাহ যেনো তাদের বেহেস্ত নসীব করে।