আজ বরফ পড়েছে শহরে

in BDCommunity4 years ago

একটা মানুষের যতকাছে যাওয়া যায়,যদি যান,ঠিক যদি বোঝেন, যদি টের পাওয়ার সক্ষমতা থাকে তাহলে বুঝবেন মানুষটা কিহ ভীষণ একা। কিন্তু আপনি বসুন তার সাথে, কথা বলুন। আপনি দেখবেন সে একজন ঈশ্বর। যার ভেতর সকল সৃষ্টি নিজনিজ জায়গায় স্থির বা চাঁদ সূর্যের মতোনই চলমান। সেখানে কথার উপর সারাদিন কথা চলে, রাজনৈতিক দলগুলোর মতো পক্ষে বিপক্ষের হাজার কথা হয়। হিংসা হয়।কাম জাগে। প্রেম হয়।সবকিছুই হয় একদম ঠিক পৃথিবীর মতোন।


IMG_20210630_110913.jpg