আমরা পলিটেকনিকবাসী করোনাকে ভয় করি না। এই মহামারী করোনার মধ্যেও সবাই গাদাগাদি করে পরীক্ষা দিতেও ভয় করে না।
ভাইয়া এই কথা বলার কারণ হচ্ছে, দেশের প্রায় অনেক ক'টা জেলা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং সেসব জেলায় অনেক ছাত্র-ছাত্রীও রয়েছে। বাংলাদেশ কারিগরী বোর্ড এসব উপেক্ষা করেই আমাদের পরীক্ষার রুটিন করেছে এবং সে অনুযায়ী পরীক্ষাও নিয়েছে। আমি তো প্রথমে এই সময়ে পরীক্ষা দিতে রাজি হই নি। এমনিতেই দেড় বছর ক্ষতি হয়েছে, এক্সাম না দিলে আরো একবছর নস্ট হবে। তাই ভয়ে ভয়ে এক্সাম টা দিয়ে দিছি।
আর উপরের উক্তিটি একটু অভিমানের বশতেই করেছি।