Thor: Love & Thunder(2022)

in BDCommunity2 years ago

IMG-20220714-WA0005.jpg

মার্ভেল মুভি মানেই নতুন একটা এক্সাইটমেন্ট।মার্ভেল স্টুডিওজ দ্বারা প্রযোজিত ডক্টর স্ট্রেইঞ্জ এর পরে এলো থর: লাভ অ্যান্ড থান্ডার। মার্ভেল কমিক্সের থর চরিত্রটি অনেক জনপ্রিয়।২০১৭ সালে থর চরিত্রের উপরে করা মুভি থর: র‌্যাগনারকের সিক্যুয়েল এটি।এই মুভির পুরো কাহিনী,এর সিক্যুয়েলের উপর ভিত্তি করে নির্মিত।মার্ভেল ফ্যান হিসেবে আমরাও মুভি দেখত চলে গেলাম।যেহেতু এখন ঈদুল আযহার ছুটি চলছে।তাই মুভি থিয়েটারসহ সব বিনোদনকেন্দ্র সব শ্রেণীর মানুষের ছিলো উপচেয়ে পরা ভিড়!অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পাওয়া গেলো।আসলে বাংলাদেশের মতো ছোট দেশেও মার্ভেল ফ্যানদের সংখ্যাও কম নয় আসলে।টিকিট কেটে সিট নিয়ে বসে পরলাম।শুরু হলো আমাদের মুভি!


মুভির নামঃ 'থর: লাভ অ্যান্ড থান্ডার'
পরিচালকঃ তাইকা ওয়াইতিতি।
দেশঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
অভিনয়ঃ ক্রিস হেমসওয়ার্থ, টেসা থম্পসন, ন্যাটালি পোর্টম্যানসহ আরো অনেকে।
ভাষাঃ ইংরেজি।
ধরনঃথ্রিল,অ্যাকশন,আবেগ,
রোমান্টিক।
পার্সোনাল রেটিং :৮/১০
রান টাইম :1h 59 min


IMG-20220714-WA0003.jpg


এই মুভির শুরু থেকেই ছিলো চমক।কাহিনী শুরু হয় গর দ্য গড বুচারকে দিয়ে।সে তার গ্রহে খুব খারাপ অবস্থার সম্মুখীন হয়।তার গ্রহের সবাই মারা শুধু সে আর তার মেয়ে বাদে।এবং শেষ পর্যন্ত সে তার মেয়েকেও হারায়।গর দ্য গড বুচার তার মেয়ে অনেক ভালোবাসতো।তাই তার কন্যা হারানো শোকটা সে নিতে পারেনি।এক সময় সে সেখানে আরেকজন গড এর দেখা পায়।সে ছিলো ফ্লাওয়ার গড।গর তার কাছে সাহায্য চায়।কিন্তু সে অনেক অহংকারী ছিলো।তারপশে একটা ব্ল্যাক গড মরে ছিলো যাকে কিনা সে হত্যা করেছিলো।পরবর্তীতে সেখানে পরে থাকা নেক্রোসোর্ডটি দিয়ে সে ফ্লাওয়ার গডকে হত্যা করে এবং সে প্রতিজ্ঞা করে সে একে একে ইউনিভার্সের সকল গডকে হত্যা করবে।পরবর্তীতে মুভির আকর্ষণীয় প্লট শুরু হয়।এখানে থর এর কাহিনী সাথে গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সিকেও দেখানো হয়।


IMG-20220714-WA0004.jpg


একটা অভিযানে গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি থরের কাছে সাহায্য চায়।এবং তারা একসাথে দুষ্ট শত্রুদের দমন করে।এবার বিভিন্ন গ্রহ থেকে খবর আসে কেউ একজন ইউনিভার্সের গডদের একে একে হত্যা করছে।এবং তার পরবর্তী লক্ষ্য আসগার্ড।মুভির এই অংশে অন্যতম আকর্ষণীয় চরিত্র জেন ফষ্টারকে দেখা যায়।সে ক্যান্সারের সাথে যুদ্ধ করছে।চিকিৎসা নিয়ে সে যখন বাসায় আসে তখন একটা বইয়ে তার চোখ আটকে যায়।সেখানে মিয়োনিল তাকে খুব টানে।তাই সে নিউ আসগার্ডে গিয়ে মিয়োনিলের কাছে যায় এবং সেই ভাঙা মিয়োনিল যুক্ত হয়ে তার হাতে চলে আসে এবং সে মাইটি থর হয়ে যায়।এখানে থর ও মাইটি থর চরিত্রে ক্রিস হেমসওয়ার্থ এবং নাটালি পোর্টম্যান দুর্দান্ত কাস্ট করেছে।তাছাড়া এই মুভিটি যার দ্বারা সুন্দরভাবে পরিচালিত হয়েছে,সেই পরিচালক তাইকা ওয়াইতিতি এই মুভিতে কর্গ চরিত্রে অভিনয় করেছেন।যা সত্যিই অত্যন্ত মজার এবং সাবলীল।ভ্যালকাইরি তার চরিত্রে ছিলো সহজাত।থর ও থরঃর‍্যাগনারক মুভি থেকে এই মুভিটি বেশ ভিন্ন ও মজার!মুভির রান টাইমটাও অন্যান্য মুভি থেকে কম।প্রথমে মানে বিরতির আগ পর্যন্ত কিছুটা শ্লথ থাকলেও পরে সেটা পুষিয়ে নিয়েছে।এটি একটি থ্রিল,অ্যাকশন, আবেগ,রোমান্টিক এবং মজা,বলতে গেলে সবকিছুর একটি ফুল প্যাকেজ।তবে থর সবসময়ের জন্যই হিট!


IMG-20220714-WA0002.jpg

এবার গর প্ল্যানমাফিক আসগার্ডে আসে।সেখানে সবাই মিলে তাকে প্রতিহত করতে পারলেও,সে আসগার্ডের সকল বাচ্চাদের নিয়ে যায় তার কাছে,শুধুমাত্র তার স্বার্থের জন্য।আর স্পইলার দিলাম না!তবে শেষটা অদ্ভুত সুন্দর!এবং থর এর পরের নতুন সিক্যুয়েলটা অনেক সুন্দর হবে সেটা আশা করা যায়।টান টান অ্যাকশনের মাধ্যমে মুভিটি শেষ হয় যা মার্ভেল ফ্যানদের অবশ্যই আকর্ষণ করবে।

Sort:  

Congratulations @rodmila! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You received more than 3500 upvotes.
Your next target is to reach 3750 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support the HiveBuzz project. Vote for our proposal!

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL

Hi @rodmila, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON