মার্ভেল মুভির প্রতি আর্কষণ নেই এমন মানুষ খুজে পাওয়া কঠিন। তবে প্রথম দিকে আমার ও কোন আগ্রহ ছিলো না।এখনো মনে পরে .. 'অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার 'মুভিটা রিলিজ হবার পরে তার টিকেট কাটার জন্য সিনেপ্লেক্সে উপচেয়ে পরা ভিড় ছিলো।সেটা দেখে আমার আগ্রহ হলো মুভিটা দেখার জন্য।পরে ছোট ভাইকে বলার পর সে জানালো এটা আসলো সিরিজ মুভি।এই মুভি বুঝতে হলে আমাকে প্রায় সাতাশটা মুভি বুঝতে হবে।শুনে আমার মাথা ভন ভন করতে লাগলো, এই ভেবে যে আমার মনে হয় তাহলে মুভিটি দেখা হবে না।এতগুলো মুভি দেখা যে, কিছুটা অসম্ভব বটেই।সাহায্যের হাত আমার ভাইইই বাড়িয়ে দিলো।মার্ভেলের মূলত সুপারহিরোদের মুভি।সে আমাকে প্রত্যেকটা সুপারহিরো ক্যারেক্টারের একটি করে মুভি আগে বুঝিয়ে দিল।সবার সম্পর্কে যখন কিছুটা ধারণা আসলো তখন শুরু করলাম 'ইনফিনিটি ওয়ার'দেখা। সুপার হিরো মুভি যে আসলেই এত অসাধারণ হয় আগে জানতামই না!এভাবে আমিও অ্যাভেঞ্জার্স ফ্যান ক্লাবের একজন একনিষ্ঠ সদস্য হয়ে গেলাম।২০১৬ সালের পরে,এবার ঈদের পর পর বের হলো ডক্টর স্ট্রেঞ্জ এর আরেক মুভি 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস'। ৬ মে সব জায়গায় একযোগে প্রকাশিত হয়। আমরাও নিজেদের ঈদ আনন্দ দ্বিগুণ চলে গেলাম সিনেপ্লেক্সে।
মুভির নামঃ ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস
পরিচালকঃ স্যাম রাইমি
মুভির ধরণঃ অ্যাডভেঞ্চার,ভৌতিক,এ্যাকশন
ভাষাঃ ইংরেজি
মুক্তির তারিখঃ ০৬ মে ২০২২
পার্সোনাল রেটিংঃ ৯/১০
রান টাইমঃ ১২৬ মিনিট।
'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম' মুভিতে মাল্টিভার্স সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম।সেখানে ডক্টর স্ট্রেঞ্জ একটি স্পেল কাস্ট করেছিলো।এর ফলে মাল্টিভার্সের একটি পোর্টাল খোলে।যার মাধ্যমে বিভিন্ন ইউনিভার্স থেকে স্পাইডার ম্যানের শত্রুরা এই ইউনির্ভাসে চলে আসে।তারপরের সিকুয়েল হলো এটি।শুরুতে দেখানো হয় ডক্টর স্ট্রেঞ্জ একটি মেয়েকে নিয়ে এক অলৌকিক শক্তির সাথে লড়াই করছে এবং সেখানে সে পরাস্ত হয়ে মাটিতে লুটিয়ে পরে... এভাবে প্রবল টান টান উত্তেজনাপূর্ণ স্বপ্নে তার ঘুম ভেঙে যায়।তারপরে নিজেকে প্রস্তুত করে প্রাক্তন বান্ধুবী ক্রিস্টিন পামারের বিয়ে অনুষ্ঠানে যাবার জন্য।সেখানে হঠাৎ দৈত্য অক্টোপাস আক্রমণ করে এবং স্ট্রেঞ্জ সেখানে যাবার পরে,স্বপ্নে যে মেয়েটাকে দেখেছিলো তার দেখা পায় এবং পরে বুঝতে পারে দৈত্যটি আসলে মেয়েটিকে আক্রমণ করছে।
অবশেষে সে এবং ওং মিলে দৈত্য হত্যা করে এবং মেয়েটকে (আমেরিকা শ্যাভেজকে) বাঁচায়।শ্যাভেজের মাধ্যমেই ডক্টর স্ট্রেঞ্জ বুঝতে পারে যে আসলে স্বপ্নে সে, অন্য মাল্টিভার্সের ডক্টর স্ট্রেঞ্জকে দেখেছে,যে আসলেই মারা যায়।তার সাথে যে মেয়েটি থাকে আমেরিকা শ্যাভেজ সে আসলে মাল্টিভার্স ট্রাভেল করতে পারা অদ্ভুত ক্ষমতাসম্পন্ন।তাই স্ট্রেঞ্জ শ্যাভেজকে বাঁচানোর জন্য ওয়ান্ডার কাছ থেকে সাহায্য চায়।কিন্তু পরে সে বুঝতে পারে এগুলো ওয়ান্ডাই করছে তার বাচ্চাদের ফিরে পাবার জন্য।কেননা ওয়ান্ডা শ্যাভেজের ক্ষমতা চায়।যার মাধ্যমে সে তার বাচ্চাদের কাছে যেতে পারবে কিন্তু স্ট্রেঞ্জকে তাকে শ্যাভেজের কাছে যেতে বাধা দেয়।ওয়ান্ডা প্রথমে স্ট্রেঞ্জকে এখানে থাকতে মানা করে কারণ এখানে তাকে স্কারলেট উইচ এর সাথে ফাইট করতে হবে।তারপরে সে ওয়ান্ডা থেকে রক্ষা করার জন্য শ্যাভেজকে ওং এর টেম্পলে নিয়ে যায় এবং তাকে রক্ষা করার জন্য একটি বাধা স্থাপন করে যা ব্যর্থ করে ওয়ান্ডা সবাইকে হত্যা করে এবং ওংকে ধরে ফেলে।তাকে নিয়ে কালা যাদুর পাহাড়ের গিয়ে অন্য ইউনিভার্সের যেখানে তার সন্তানেরা আছে সেই ওয়ান্ডার উপর ভর করে।এইদিকে ডক্টর স্ট্রেঞ্জ আর শ্যাভেজ অনেকগুলি ইউনিভার্সে ট্রাভেল করে।
এখানে অনেকগুলো সুপার হিরোদের দেখা পাওয়া যায়।যেমন চার্লস জেভিয়ার, ব্ল্যাক বোল্ট, ক্যাপ্টেন কার্টার, ক্যাপ্টেন মার্ভেল, মিস্টার ফ্যান্টাস্টিক এবং মর্ডো।তবে ওয়ান্ডা এদের সবাইকে হত্যা করে।পুরো মুভিতে ওয়ান্ডা অনেক ভীতিকর ছিলো। পুরো সিনেমা জুড়ে তার ভয়ঙ্কর সব নিষ্ঠুরতা।তবে মজার ব্যপার হলো ডক্টর স্ট্রেঞ্জকে মহাবিশ্বে নিজের একটি সংস্করণকে হত্যা করতে হয় শুধুমাত্র যাদুকরী স্কারলেট উইচকে পরাজিত করার জন্য।এক কথায় বলতে পারি, এই মুভি দেখে কেউ হতাশ হবে না।
মার্ভেল মুভি মানেই শেষে একটা টুইষ্ট থাকবে!এই টুইষ্ট টা জানতে হলে মুভিটা যে দেখতে হবে!
আমিও মার্ভেল মুভির ফ্যান। মুভিটা এখনও দেখা হয় নাই। রিভিও পড়ে অনেক ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে :) ফ্যান হলে অবশ্যই দেখতে হবে!
Congratulations @rodmila! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):
Your next target is to reach 3250 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Check out the last post from @hivebuzz:
Support the HiveBuzz project. Vote for our proposal!
Hi @rodmila, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON
Dear @rodmila, we need your help!
The Hivebuzz proposal already got important support from the community. However, it lost its funding a few days ago and only needs a few more HP to get funded again.
May we ask you to support it so our team can continue its work this year?
You can do it on Peakd, ecency,
https://peakd.com/me/proposals/199
Your support would be really helpful and you could make a difference.
Thank you!