You are viewing a single comment's thread from:

RE: ASHAA Othoba NIRASHAA : আশা-নিরাশায় বৃত্তবন্দী আমার অসমাপ্ত গল্প

in BDCommunity4 years ago

এজন্যই আশা নিরাশার দোলাচলে কথা বলেছি ভাইয়া। স্বামী আমাকে আশা দেখায়, সাহস যোগায়। কিন্তু সংসারের দায়িত্ব এবং আরো পারিপার্শ্বিক অবস্থার কথা ভাবলে আশাটির উপর ভরসা রাখতে পারি না।

জানি না শেষ পর্যন্ত কি আসে, সাফল্য না ব্যার্থতা!

Sort:  

আসলে আমাদের প্রতিটি কাজে আনন্দের সাথে করা উচিত। তাহলে প্রতিটা ক্ষেত্রেই নিজেকে সফল মনে হবে। যদি পরিবারে কাজ করে পরিবারকে সুন্দর করে সাজাতে পারেন তাহলে সেটাই আপনার অর্জন। সেটাকে গর্বের সাথে দেখেন। বাসার মুরুব্বিদের সেবা করেন। মুরুব্বিরা আপনাকে ভালোবাসবে। আর সেটাকেই আপনি আপনার অর্জন বলে মনে করেন। সেটাকে গর্বের সাথে প্রকাশ করেন দেখবেন মনে হবে আপনি একজন সফল।

আমরা অনেকেই অনেক কাজ করি কিন্তু সফল তো আর সব কাজেই হই না।

আমি মনে করি একটি পরিবারকে সাজানো একজন সফল গৃহিনী হওয়াটাই সব থেকে কঠিন কাজ।

আপনার চিন্তা ধারার জন্য স্যালুট। সবাই যদি এভাবে ভাবতে পারতো!

আমি আসলে দুই ক্ষেত্রেই সফল হতে চাই। ভালো গৃহিণী এবং একই সাথে ভালো উদ্যোক্তা হতে চাই। জানি এটা অনেক কঠিন। তবে আমি আশাবাদী।

আচ্ছা কিসের কাজ করছেন? কোন ব্যবস্যার সাথে কি জড়িত?

একটা অনলাইন শপ করার চেষ্টা করছি। ই-মার্কেটিং টাইপ। এছাড়া হাইভ তো আছেই :)

ই-কমার্স এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। খুব ভালো উদ্দ্যেগ।

চালিয়ে জান আপু।

একেবারে প্রাথমিক পর্যায়ে আছি। ব্যবসার খুটিনাটি শিখতেছি। এই মার্কেটের প্রচুর সম্ভাবনা দেখতেছি। কিন্তু কিছু অসাধু লোকের কারনে অনেক গ্রাহকই আস্থা হারিয়েছে। তাই অনেক স্ট্রাগল করতে হবে মনে হচ্ছে।

স্ট্রাগল সব ব্যবসায়। সর্টকাট কোন ব্যবস্যা নাই। কেউ যদি শর্টকাট মুনাফা দেখায় তাহলে ধরেই নিবেন কোন সমস্যা আছে। ফেসবুক ভিত্তিক বিভিন্ন গ্রুপ কাজ করতেছে। মনে হয় সেগুলো গ্রুপে আপনি যুক্ত আছেন। সেগুলোতে একটু সময় দিলে অনেক কিছু শিখতে পারবেন।