You are viewing a single comment's thread from:

RE: পুরনো স্মৃতি !!!

in BDCommunity3 years ago

যদিও আমরা এসব দেখে বড় হয়েছি সে হিসেবে আমরা আমাদের নিজেদেরকে ভাগ্যবান বলতেই পারি, কারন আজকালের শিশুরা এসব জিনিস থেকে বঞ্চিত তাদের বেশির ভাগ সময় কাটে মোবাইলে ভিডিও গেম খেলতে খেলতে। শৈশবের সেই ঈদ কার্ডের স্মৃতিগুলো খুবই অম্লান ছিল।

Sort:  

ঠিক বলেছেন ভাই। ছোট বেলার রোজা, ঈদ, শীতকালীন ছুটি, গ্রীষ্মকালীন ছুটি গুলো খুব বেশি প্রাণবন্ত ছিল। সারাদিন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সহ আরও কত খেলা যে ছিল সময় কাটানোর অস্ত্র!!! তাছাড়া গডজিলা, ক্যাপ্টেন প্ল্যানেট, পোকেমন ছিল বিকেল বা সন্ধ্যার সঙ্গী।
অনেক কিছু একসাথে মনে পরে গেল আপনার কথায়। অসংখ্য ধন্যবাদ ভাই।