|| Poetry :- "তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি" লিখেছেন - মহাদেব সাহা। covered by @nusuranur

in BDCommunity3 years ago

হেলোও, আসসালামু। সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি।


আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কবি মহাদেব সাহার লেখা একটি জনপ্রিয় কবিতা নিয়ে।অর্থাৎ আমি আজকে মহাদেব সাহার জনপ্রিয় একটি কবি আবৃত্তি করেছি।আশা করি আমার আবৃত্তিটি সবাই শুনবেন।


কবিতার নামঃ তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি

কবির নামঃ মহাদেব সাহা

আবৃত্তিতেঃ নূসুরা নূর


My Poetry Recitation Video Link



তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি কবিতায় কবি যা বুঝাতে চেয়েছেন বা কবিতাটির মূলভাব আমি লিখছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়।কবি কবিতার প্রথম লাইনে বুঝিয়েছেন যে, একজনকে ভুলতে গিয়েও কবি আরো বেশি করে ভালোবেসে ফেলেছেন।তাকে নিজের থেকে ছাড়াতে গিয়ে তার সাথে আরো গভীর সম্পর্কে জড়িয়ে গিয়েছেন।যতই কবি তাকে ছেড়ে দূরে যেতে চাইছে কবি ততই তার হাতে বন্দি হয়ে পড়ছে। তাকে এড়িয়ে চলতে গেলে কবি আরো বেশি তার সাথে আষ্টেপৃষ্ঠে যাচ্ছে আর তখন কবির করার মতো কিছুই থাকেনা কারণ কবি তার কাছ থেকে দূরে যেতে চাইলে তার আরো কাছে এসে যায়।কবি কবিতার দ্বিতীয় প্যারায় লিখেছেন যে তার চোখের আড়াল হওয়ার সাধ্য কবির একদম ই নেই।কবি কাল্পনিক অর্থে লিখেছেন যে কবি যেখানেই যাক না কেনো সে চারপাশে ডালপালা ছড়িয়ে রেখেছে অর্থাৎ এর মানে হলো সে কবির চারপাশে এমনভাবে আছে যে কবি যতদূরেই যাক না কেনো সে ঠিক ই তা টের পেয়ে যায়।কবি তাই ভালোবেসে বলেছেন " তাকে কি অতিক্রম করা সম্ভব!!তিনি তার সাথে সমুদ্র আর আকাশের তুলনা করেছেন।কবি তার বিশেষ মানুষটিকে বলেছেন যে সে সমুদ্রের চেয়ে ও বড়,আকাশের চেয়েও বড়।
কবি তৃতীয় প্যারায় নিজের ভেতরকার সত্যিটি প্রকাশ করতে বলেছেন যে কবি তার বিশেষ মানুষটিকে ভুলতে চায় কিন্তু তা পারেনা। ভুলার বদলে তিনি তাকে আরো বেশি ভালোবেসে ফেলেন।
কবি শেষ পর্যন্ত ইনিয়ে বিনিয়ে, হাজার রকম ভাবে একটা কথাই বারবার উজ্জ্বলিত করতে চেয়েছেন যে কবি কবির মানুষটাকে এতোটাই ভালোবাসেন যে ছাড়তে চাইলেও তাকে ছাড়া সম্ভব নয়।আর এরই নাম হলো ভালোবাসা,ভালোবাসার আকর্ষণ।
এই ভালোবাসার টানেই ভালোবাসার মানুষগুলো একে ইওঅপরকে ছেড়ে কোনোদিনো দূরে সরে যেতে পারেনা,ভালোবাসার মানুষটিকে ভুলে যেতে পারেনা।অভিমানে ভুলে যেতে চাইলেও পারেনা। হাজার অভিমাণ সত্ত্বেও সেই মানুষটাকেই ভালোবাসে যে মানুষটাকে আগে থেকে ভালোবেসে আসছে কারণ ভালোবাসার টান খুবই তীব্র। এই তীব্রতা ভেদ করে বিপরীতে যাওয়া অসম্ভবের ও বেশি।যা কেও পারেনা আর পারলেও কেও চায়না।ভালোবাসা হারানো বা ভালোবাসার মানুষটাকে হারানো এতো সোজা নয়, যতটা লিখতে সোজা।তাই কবি বারবার এই কথাগুলোই তার কবিতায় প্রমাণ করেছেন।


আশা করি পোস্টটি সবাই পড়েছেন।অবশ্যই জানাবেন আপনাদের অভিব্যক্তি।আমি কবিতাটি পড়ে যা বুঝেছি সে অনূযায়ীই কবিতাটির মূলভাব হিসেবে আপনাদের জন্য লিখেছি।তাই বলছি যদি আমার লেখায় কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্য সে ভুলটি আমাকে ধরিয়ে দিবেন এবং আমার ভুলটি আমি যেনো শুধরাতে পারি সে সুযোগটি আমাকে করে দিবেন।ধন্যবাদ সকলকে আমার পোস্টটি পড়ার জন্য।

লিখাঃ নূসুরা নূর।