অন্ধকারের মাঝে !!

in BDCommunity3 years ago

Picsart_22-06-17_22-19-17-833.jpg

মাঝে মাঝে জীবনের কোনো অর্থ খুঁজে পাওয়া যায়না। আর মন খারাপের কোনো কারণ দরকার হয়না। কখনও কখনও এমনি এমনি মন খারাপ হয়ে যায়। কখনও কখনও কেউ অনেক বেশি কষ্ট দিলেও কেন জানি বুকের ভেতর চাপা কষ্ট থাকলেও সেটা নিজের কাছে নিজেরই ঝাপসা মনেহয়। মনেহয় ঘুটঘুটে কোন অন্ধকারে আমার বাস । মনেহয় যেন এই অন্ধকারের কোন অন্ত নেই। যতদিন বেঁচে থাকবো এই ঘুটঘুটে অন্ধকারেই বেঁচে থাকতে হবে । মনেহয় কার কাছে গেলে আর কোথায় গেলে এই অন্ধকারের পরিসমাপ্তি হবে বা অবসান ঘটবে ! কেউ কি আছে যে এই অন্ধকার কে আলোকিত করে দিবে !
মাঝে মাঝে মনেহয় এই ঘুটঘুটে রাতের অন্ধকারটা না থাকলে তো আমরা দিনের আলোর সৌন্দর্য উপভোগ কোরতে পারতাম না। তাই থাকুক না একটু অন্ধকার, ক্ষতি কি! হয়তো এই আশা তেই বেঁচে থাকবো যে কখনো রাতের অন্ধকারে দূরে কোথাও একটু নিয়ন আলোর অস্তিত্ব দেখে মনটা শান্ত হবে। অথবা ঘুটঘুটে অন্ধকারের শেষে একদিন সূর্যের গনগনে চোখ ধাঁধানো আলোতে নিজের অস্তিত্ব খুঁজে পাবো আবার নতুন করে।

বি.দ্র: এই "আমি" টার বাস্তবে কোন অস্তিত্ব নেই !

Sort:  

Congratulations @ntabassum! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You received more than 2000 upvotes.
Your next target is to reach 2250 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support the HiveBuzz project. Vote for our proposal!

Hi @ntabassum, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON