
source
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন| মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত আমিও ভাল আছি | শুরুটা কোথা থেকে করবো বুঝতে পারছি না |আমি আসলে নিরপেক্ষ মানুষ | সাধারণ মানুষের মধ্যে একজন আমজনতা বলতে পারেন | এতটা জ্ঞানী ও না ছোট মাথায় যা আসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি।আমি আমার অবস্থান থেকে বলতে চাই | আমরা নতুন করে স্বাধীনতা চেয়েছি সেটা আমরা পেয়েছি |পেছনের ঘটনা না বলি কারণ আমরা সবাই চোখে দেখেছি যা ঘটেছে |
আমাদের দেশ থেকে কিছু ভাই শহীদ হয়েছেন| এদেশের জন্য তারা রক্ত দিয়ে আবারো প্রমাণ করে দিয়েছেন আমরা একে অপরের এবং এই দেশটা আমাদের | যেখানে আমরা স্বাধীনভাবে মাথা উঁচু করে মানুষের মতো বাঁচতে চাই কারো অধীনে না থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি | জয় আমাদের হয়েছে |আমরা যে সকল ভাইদেরকে হারিয়েছি, এদের ঋণ আমরা কখনো শোধ হতে পারব না, সারাটা জীবন স্মৃতিচারণ হয়ে রয়ে যাবে মানুষের মাঝে | এর পরের প্রজন্ম জানবে ২০২৪ সালে ৫ই আগস্ট কি ঘটেছিল এ যেন নতুন করে একটা অধ্যায় শুরু হয়েছে আমাদের জীবনে|

source
হায়রে আবেগ কথাটা কেন বলেছি ?কারণ কিছু মানুষ দেখেছি স্বাধীনতা ঠিকই ছিনিয়ে এনেছে ,তারা হয়তো আবেগবশত কিছু ভুল কাজ করেছে যেগুলো আসলেই দৃষ্টিকটু |এটা ভেবে আনন্দ লাগছে সবাই সবার ভুল বুঝতে পেরে যে জিনিস যেখান থেকে এনেছিল সেখানে আবার ফিরিয়ে দিয়ে আসছে | আবেগবশত যে কাজগুলো করা হয় সেগুলো আসলে সঠিক হয় না সব সময়| আমরা চাই মাথা উঁচু করে বুক ফুলিয়ে স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে |
বন্ধুরা, আমাদের খুব একটি মূল্যবান প্রবাদ আছে সেটি হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন. একটি সময় ছিল যখন আমরা বই-পুস্তকে এই শব্দটি পড়তাম তখন বুঝতে পারতাম না এ কথাটার মানেটা কি, তবে এখন অক্ষরে অক্ষরে এই প্রবাদ বাক্যটি বুঝতে পারছি এবং এই কথাটার মূল্য এতটাই বেশি যে কথাটা ব্যাখ্যা আমি দু চার লাইন কিংবা দুই চার পৃষ্ঠা বলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না. ততটুকু শক্তি আমার নেই. তবে আমি এতটুকু বলতে পারি কথাটি অনেক মূল্যবান একটি কথা. আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি এটি অনেক বেশি মূল্যবান একটি ব্যাপার. দেখতে দেখতে বয়স বেড়ে যাবে, বার্ধক্য চলে আসবে এটি জীবনের নিয়ম| কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন ধরনের দেশ দিয়ে যাচ্ছি এটি মূল বিষয়| আশা করব আমার এই সংক্ষিপ্ত কয়েকটি শব্দ দিয়ে আপনাদের কাছে কিছুটা হলেও আমি আমার আবেগের একটি অংশ আপনাদেরকে বোঝাতে পেরেছি |
বন্ধুরা, আবেগ এমন একটি বিষয় যেটা অল্প কয়েকটি শব্দ দিয়ে বোঝানো সম্ভব হয় না, অনেক ধরনের কথা মনের ভিতরে এখনো জমা পড়ে আছে কোন একটি সময় বন্ধুরা আপনাদের সাথে আমি আবারও কিছু মুহূর্তের কথা শেয়ার করব| আশা করবো বন্ধুরা আপনারাও আপনাদের মনের কোনায় জমে পড়ে থাকা কোনো একটি আবেগ আমাদের মাঝে শেয়ার করবেন| আশা করব আপনার জন্য সবসময় সুস্থ থাকেন |