পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষের মন জয় করা |

in BDCommunity18 days ago

image.png

হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভাল আছেন. আমিও ভাল আছি. দীর্ঘদিন পর আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি. চলার পথে মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় সেটা বলে বোঝানোর মত না. সব কথা মনের ধরে রাখতে কেউ নেই আবার সব কথা প্রকাশ করতে গেলেই মানুষের সাথে বিতর্কে জড়াতে হয়. সময় স্বল্পতার কারণে আপনাদের মাঝে অনেকদিন আমি কোন কন্টেন্ট দিতে পারেনি. আমার ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন. মানুষের মূল্যটা আসলে কোথায়? যেখানে পরিবারের মানুষকেই আমরা খুশি করতে পারি না সেখানে বাইরের মানুষকে খুশি করার তো কোন প্রশ্নই আসে না. পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হচ্ছে মানুষের মন জয় করা. যেটা আজ পর্যন্ত কেউ পারেনি সেটা তো আকাশ ছোঁয়া স্বপ্ন. কথাগুলো আমি একটু অভিমান নিয়েই বলছি. সংসার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা কেন্দ্র করে সংসার জীবনে অনেক বেশি অসুখী হয়ে পড়ে. আশেপাশে তাকিয়ে দেখলে বিচ্ছেদের যুগ বলা যেতে পারে. সেসব কথায় নাই আসি আপনাদের মাঝে যখন এসেছি আজ শুক্রবার বাসায় কি কি রান্না হয়েছিল কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি.

image.png

আমার এই কথাগুলো অনেকে পড়ে হয়তোবা একটু ব্যতিক্রম মনে হতে পারে তবে আমি মিথ্যে বলিনি. এই কথাগুলো বলার কারণ হচ্ছে আশেপাশে তাকালে ভয় হয় যদি ক্ষয় হয়. প্রত্যেকটা মানুষই এত বেশি ব্যস্ত হয়ে পড়ে নিজের সংসারটাকে ধরে রাখার জন্য সে নিজের যত্ন নিতে ভুলে যায় সে পরিবারের সকলের কথা চিন্তা করে. সে নিজের পছন্দের খাবারটাও ভুলে যায় সে নিজে কি খেতে পছন্দ করত এটা সংসার জীবনের লেগেই আছে. পছন্দের মানুষের জন্য পছন্দের মানুষের পরিবারের জন্য কিছু করতে পারাটা যেন সুখের হতে পারে. তবে আমরা মেয়েরা এগুলো যতই করি না কেন আমরা কিন্তু ব্যর্থ. কারণ ওই যে বললাম পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষের মন জয় করা. আজকে বাসায় স্পেশাল রান্না করেছিলাম রান্না করেছিলাম .খিচুড়ি সাথে ছিল আলুর ভর্তা ডিম দিয়ে, কালিজিরা ভর্তা, সরিষা ভর্তা, ডিম ভাজা, চালতার আচার, আমি বাঙালি তাই কাঁচা মরিচ ছাড়া তো আমার চলবেই না. শুক্রবারটা একটু স্পেশাল ভাবে কাটানোর জন্যই ভর্তার আয়োজন করেছিলাম.

image.png

বিকেলবেলা চায়ের সাথে একটু সময় পার করা এটা প্রতিদিনের রুটিন বলতে পারেন. চা আমাদের মনে আরাম এনে দেয়, আমাদের দিনের ক্লান্তি দূর করে, আর প্রতিটি চুমুকে যেন এক টুকরো শান্তি . চা এটা মনে এনে দেয় এক ধরনের উষ্ণতা. প্রতি চুমুকেই প্রশান্তি আর আরাম. যার মধ্যে আছে গল্পের মুহূর্ত, বন্ধুত্বের উষ্ণতা, আর একান্তই ভাবনার মুহূর্ত. চায়ের সাথে ভালোবাসাটা দীর্ঘদিন ধরেই. চা নিয়ে কথা বলতে গেলে ফুরাবে না. এক কথায় বলতে পারি আপনার ক্লান্তি এবং একাকীত্বতা দূর করতে হলে আপনাকে চায়ের কাপে চুমু দিতেই হবে.

image.png

সন্ধার পরে ঘুরতে বের হয়েছিলাম আজ শুক্রবার তাই, শুক্রবারটা কেন জানি ঈদের মতো মনে হয়, বাইরে গেলেও সবার মধ্যে একটা আনন্দ দেখা যায়. তাই সন্ধার পরে বের হয়ে ফুচকা খেয়েছি. ফুচকাটা অনেক বেশি মজা ছিল. শীতের মধ্যে ঝাল ফুচকা খেতে কিন্তু বেশ মজা লাগে. তবে আজকে ফুচকায় অনেক বেশি ঝালের পরিমাণটা ছিল তাই তো তাড়াতাড়ি করে ঠান্ডার মধ্যে একটা আইসক্রিম খেলাম. আইসক্রিম ম্যাংগো ফ্লেভার এবং ভ্যানিলা ছিল. আজকে শুক্রবার দিনটা ভালো কেটেছে আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম. আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে .আমি আমার ভালোলাগা থেকে আপনাদের সাথে কন্টেন্ট গুলা শেয়ার করি আশা করব আপনারা আমার পাশে থাকবেন. আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য.