আমার দুঃস্বপ্ন (পানির রাক্ষস) / My nightmare (water monster)

in BDCommunity4 years ago

আসসালামুলাইকুম,
BD Community এর সকল প্রিয় ভাই ও বোনেরা ,আশা করি সবাই অনেক অনেক বেশি ভাল আছেন।
আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও অনেক ভাল আছি। আজ আমি আপনাদের সাথে
আমার দেখা একটি দুঃস্বপ্নের স্বপ্নের কথা শেয়ার করতে চাই। আসলে নিজেকে একটু হালকা করার জন্য
হলেও আমি আপনাদের সাথে গল্পটি শেয়ার করবো।

goblin-shark-807x600.jpg

আমি ছবিটি এই ঠিকানা (https://sciencesensei.com/35-nightmare-sea-monsters/) থেকে সংগ্রহ করেছি।

গল্পটি শুরু করার আগে আমার গ্রামের অবস্থান এবং বর্তমান অবস্থা বলে নিতে চাই এবং এমন স্বপ্ন দেখার বিশেষ কারন টাও বলতে চাই। আমি মানিকগঞ্জ জেলার অন্তর্গত দৌলতপুর থানার বহরা নামক গ্রামে বসবাস করি ।বর্তমানে আমাদের সাড়া মানিকগঞ্জ বন্যায় কবলিত।অনেক বাড়ি ঘর তলিয়ে গেছে ।অনেক মানুষ অসুবিধায় আছে।কারো বাড়ি ঘর বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে গেছে আবার কারো জমিজমা নদী ভাঙ্গনে পড়েছে।
আমি নিজে একা ভাল থাকলেও আমাদের মানিকগঞ্জ তথা আমার গ্রামের লোকজনের অবস্থা তেমন একটা ভাল না। আমাদের বাড়ি ও পানি উঠেছে কিন্তু ঘর গুলো এখন ডুবে নি।আশা রাখি ডুববে না ।আল্লাহ্‌ রক্ষা করবেন। যাই হোক মূল কথায় আশি।আমার মা আমাকে নিয়ে ভীষণ ভয় পান।কারন আমি তার এক মাত্র সন্তান।বন্যার পানিতে অনেক বড় মাছ ,শুশুক, কুমির , ভয়ংকর সাপ সহ আরো অনেক কিছু বিভিন্ন দেখা দেয় ।সে গুলো মানুষের কাছে শুনে শুনে আমার আম্মু অনেক ভয় পায় আর আমাকে নিয়ে অনেক অস্থির হয়ে পরে।আর বলে খবরদার পানিতে একা নৌকা নিয়ে যাবি না। আর এই পানিতে তোর গোসল করার দরকার নেই। আমি বাড়ি পানি এনে দিব।বারি বসে গোসল করবি। কিন্তু কে শোনে কার কথা আমি যথারীতি একা একা অথবা কাউকে সাথে নিয়েই চলে যাই বন্যার পানিতে গোসল করতে। কিন্তু আম্মু কে জানাই না। আজ সকালেও আমরা একটি খবর পেয়েছি আমাদের থেকে ৪ গ্রাম দূরে এক লোক পানিতে গোসল করতে গিয়ে ডুব দিয়েছে কিন্তু সে আর উঠে আসে নি। জানি না এর পর আর কি হয়েছে আর কি হবে। লোকটা শুনেছি একটু বয়স্ক তাই আমি সবাই কে বলেছি লোক টা হয় তো পানির নিচে ডুব দেয়ার পরে স্টোক করেছে। আর মরে গেছে তার পর পানির স্রোতে দূরে ভেসে গেছে তাই উনাকে পাচ্ছে না। যাই হোক আমি চলে যাই আমার মূল বক্তব্যে,

সকালের নাস্তা শেষে আমার কম্পিউটারে কিছু কাজ করার পর আমার ভীষণ ঘুম পায় আর আমি কাজ রেখে ও ভাবেই ঘুমিয়ে পরি। ঘুমানোর পর ই যা ঘটেছে, আমি অনেক বছর যাবত কোন রকমেরই স্বপ্ন দেখি না। কিন্তু আজ যা দেখেছি তা দেখে অনেক বেশি ভয় পেয়েছি।হয়তো আমার মায়ের কথা অমান্য করে গোসল করতে যাওয়ার জন্যই এমনটা হয়েছে।

আমি স্বপ্নে দেখতেছিলাম আমি একা আমাদের বাড়ির নৌকাটি নিয়ে অনেক দূরে বেশি পানিতে গোসল করতে গেছি। পানি দেখতে একদম স্বচ্ছ যেন অমৃত সুধা ।আমি গোসল করতে গিয়ে নৌকা নিয়ে ঘুরতেছি কিন্ত পানিতে নেমে গোসল করতেছি না।আর পানির নিচের মাছ গুলো দেখে হাত দিয়ে ধরার চেষ্টা করছি। হঠাৎ করে আমার চোখে পড়ল আমার থেকে একটু দুরেই কি যেন বড় একটা প্রানি আমার দিকে এগিয়ে আসছে। একটু ভাল করে লক্ষ করতে গিয়ে ভয়ে আমি নৌকার মাঝেই পরে গেলাম। দেখলাম একটি বিশাল প্রানি বড় বড় দাত।দাতে লাল রক্ত লাগানো আর চোখ অনেক বড় বড়। দুই পাশে আর পিঠে তিনটি বড় ধারালো কাতা।আর বিশাল বড় লেজ।

আমি ভাবতে ছিলাম আমার জীবন হয়তো আজই শেষ। আমি আল্লাহ্‌কে বার বার স্মরণ করতেছিলাম।বলতেছিলাম আল্লাহ্‌ আমাকে রক্ষা কর। আর আমার মায়ের কথা গুলো আমার অনেক মনে পরতেছিলো।

হঠাৎ যখন আমি আবার তাকালাম আর তখনি সেই ভয়ংকর প্রাণীটি আমাকে সহ আমার নৌকাকে এসে থাবা দিলো গিলে খাবার জন্য।

আমি তখন চিৎকার দিয়ে উঠলাম আর দেখলাম আমি বিছানায় শুয়ে আছি আর ফুল স্পিডে ফ্যান চলছে তাও আমি ঘেমে আমার জামা আর বিছানা ভিজে গেছে। ওদিকে আম্মু দৌড়িয়ে আমার রুমে আসলো আর বলল কি হইছে ।তার পর আমি আম্মুকে সব খুলে বললাম আর তউবা করলাম এই বন্যার পানিয়ে আর গোসল করবো না। একটু বিশ্রাম নিয়েই লিখতে বসলাম আপনারদের সাথে আমার স্বপ্নটি শেয়ার করার জন্য।

আপনাদের সকলের কাছে আমার একটিই অনুরোধ মায়ের কথার কেউ অবাধ্য হবেন না আর যারা বন্যায় কবলতি আছেন তারা দয়া করে পানিতে নেমে গোসল করবেন না। বন্যার পানি এমনিতেই দুষিত হয় এর পর আবার পানির নিচের বড় বড় প্রানিরা অবাধে সব খানে চলে আসে। আসা করি সবাই সতর্ক হবেন।

HIVE.BLOG এর BD Community তে আজ প্রথম আমার নিজের সাথে কোন ঘটনা শেয়ার করলাম। HIVE.BLOG আমার পছনের একটি জায়গা।আর BD Community কে আমি অনেক বেশি ভালবাসি।এর প্রধান এবং অন্যতম কারন হল আমি আমার নিজের মাতৃ ভাষায় নিজের মনের মতো করে ভাব প্রকাশ করতে পারছি।So I Love BD Community.

আমি কে

with army t-shirt.jpg

আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি।আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। পাশা পাশি গ্রাফিস ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর উপর আমার ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। একজন ভালো মানুষ হওয়া এবং মানুষের জন্য কিছু করাই আমার ইচ্ছা।

আবারো BD Community কে আমার আন্তরিক ধন্যবাদ।খুবি সুন্দর একটি প্লাটফরম আমাদের উপহার দেয়ার জন্য।এখানে আমার খুবই সহজে আমাদের মনের ইচ্ছা গুলো সবাই কে জানাতে পারি।অন্যের ইচ্ছা জানতে পারি।

আমাকে ফলো করুনঃ
Hive.blog - https://hive.blog/@naturelover98

D.tube - https://d.tube/c/naturelover98

Facebook - https://web.facebook.com/designerhr98

Twitter - https://twitter.com/MdHabib19978894

Instagram - https://www.instagram.com/marketerhabib/

Linekdin - https://www.linkedin.com/in/freelaner81292/

Fiverr - https://www.fiverr.com/habib81292?up_rollout=true

Freelancer - https://www.freelancer.com/u/designerhr

Upwork - https://www.upwork.com/o/profiles/users/~0168070379771bfd06/

সবাই ভাল থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন।সকলের শুভকামনায়

বিদায়

Sort:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://chotybangla.blogspot.com/2014/03/blog-post_3.html

Forgive me. In fact, I have collected a picture to make my story known to everyone and I have also given the link of that picture below the picture. the link (https://sciencesensei.com/35-nightmare-sea-monsters/)

Hi @naturelover98, your post has been upvoted by @bdcommunity courtesy of @simplifylife!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

Congratulations @naturelover98! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You got more than 50 replies. Your next target is to reach 100 replies.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

Hive Power Up Day - Let's grow together!
Feedback from the Hive Meetup Vienna