কোনো কাজ নেই আজ সারা দিন তাই ঘরেই বসে ছিলাম।তাই ভাবলাম অনেক দিন ধরে ফটোশপ এবং ইল্লুস্ট্রাটরের কাজ করা হয় না. আজকে একটু করি.তাই বসে গেলাম কিছু করতে কিন্তু কি করো তা ভেবে পাচ্ছিলাম না.তাই আমার ভালোবাসার কমিউনিটি বিডি কমিউনিটি কে নিয়ে কিছু করার চেষ্টা করলাম।
আমি একটি লোগো তৌরি করেছি আর দুই ধরণের মোকাপ দিয়েছি।
আমি দুইটা টুলস বেবহার করেছি।
১.এডোবি ফটোশপ
২.এডোবি ইলাস্ট্রেটর
আমি যে লোগো টি তৌরি করেছি তার জন্য সব থেকে বেশি করেছি পেন টুল .
আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আপনাদের কারো কোনো সাহায্য লাগলে আমাকে বলবেন। আমি অবশ্যই সাহায্য করবো।
ধন্যবাদ সকলকে।
There is no work today so I sat at home all day. So I thought Photoshop and Illustrator have not been working for a long time. I do a little today. So I sat down to do something but I couldn't think what to do. So I tried to do something about my love community BD community.
I made a logo and gave two types of face.
I have used two tools.
- Adobe Photoshop
- Adobe Illustrator
I have done most of the pen tools for the logo I have created.
I am a graphics designer. Let me know if any of you need any help. I will definitely help.
Thanks everyone.
Mockup : 01(glass wall)
Mockup : 02(paper cover)
Some Screenshots
Goodbye
Good work brother. Try to develop your specially concentrate on illustrator. It is the best Graphics Software and it can make your future Bright.
thanks a lot..please keep me in your prayers