স্বপ্নে নীল পরী ( স্বরচিত কবিতা)

in BDCommunity5 years ago (edited)
                           স্বপ্নে নীল পরী
                              স্বরচিত

                     এক যে ছিল নীল পরী 
                     আর একটা দামাল ছেলে,
                     শুনতে কি চাও গল্প তাদের 
                     মনের দুয়ার খুলে ।
                     বেশ তা হলে শুনো
                     কিন্তু খবরদার,
                     এমন প্রেমের জাল
                     কেউ যেন না বুনো।

                     একদিন ছেলে ঘুমের ঘোরে
                     গেল বাসার ছাদে,
                     ভাবল সে আজ নীল পরীকে 
                     ফেলবে তাহার ফাঁদে।
                     আকাশ পানে তাকিয়ে থাকে 
                     দেখে তারা,চাঁদের খেলা ।
                     মনে তার বড় আশা,
                     দেখবে পরীর মেলা ।

                     কিন্তু হায় এ কি কপাল,
                     কোথায় ? পরীর মেলা আর ,
                     কোথায় ? নীল পরী ।
                     আকাশ পানে তাকিয়ে দেখে
                     শুধুই চাঁদের বুড়ি।
                     এমন সময় আকাশ থেকে 
                     নামলো নীল পরী,
                     তাহার ডানায় নিয়ে এলো 
                     প্রেমের গল্পের ঝুড়ি ।

                     নীল পরীকে আদর করে 
                     কোলে নিলো তুলে,
                     পরীর সাথে করবে প্রেম আর
                     বাসবে ভালো বলে ।
                     কিন্তু হায় এ কি কপাল
                     মধ্য রাত পার হয়ে 
                     এখন  রাতের শেষ,
                     নীল পরী তাই তাকে ফেলে 
                     যাবে আপন দেশ ।

                     নীল পরীকে বলল সে তাই 
                     শোনো আমার কিছু কথা,
                     তুমি আমার  সরল মনে
                     দিও নাতো ব্যথা ।
                     তুমি যদি আমায় ফেলে
                     যাও তোমার দেশে,
                     কে ? আমাকে গল্প শুনাবে আর 
                     ভালো বাসবে অবশেষে।

                     নিবে কি তোমার সাথে আমায়
                     আমি তোমার সাথে যেতে চাই ,
                     তোমার মতো গল্প বলার 
                     কেউই তো আমার নেই ।
                     সব ভেবে নীল পরী তাই 
                     হলো নিতে রাজি,
                     আজ পরীর দেশে যাব আমি
                     এ কি কারসাজি ?

                     নীল পরী তার হাতটি ধরে 
                     যেই না উড়াল  দিল,
                     হঠাৎ করে সেই ছেলেটির
                     ঘুম ভেঙ্গে গেল ।
                     চেয়ে দেখে সেই ছেলেটি 
                     আছে খাটের নিচে পড়ে ,
                     তার সেই প্রিয় কোল বালিশ 
                     বুকে জড়িয়ে ধরে ।

                     এ সব ভেবে সেই ছেলেটি 
                     হাসে মুচকি হাসি ,
                     মনে মনে শুধুই বলে 
                     নীল পরীকে ভালো বাসি ।
                     নীল পরীকে বাসতো ভালো 
                     শুধুই জানতো অন্তরজামি,
                     এটাই সব চেয়ে মজা ব্যাপার
                     সেই ছেলেটিই আমি ।


আমার কলেজ জীবনে লিখা একটি কবিতা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম।আশা করি আপনাদের ভালই লাগবে আর আপনাদের ভালো লাগলেই আমার লিখাটা সার্থক হবে।

আমি বরাবর বিজ্ঞানের ছাত্র।কিন্তু লেখার প্রতি আমার ঝোঁক ছিল ছোট বেলা থেকেই।আমার লেখা অনেক কিছুই রয়েছে আমার ডায়রিতে ।আপনারা যদি ভোট প্রদানের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করেন তা হলে আমি আমার সব লেখাই আপনাদের সাথে শেয়ার করব এবং আগের মতো লেখা শুরু করে দিব।

আমি


with army t-shirt.jpg

আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি।আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। পাশা পাশি গ্রাফিস ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর উপর আমার ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। একজন ভালো মানুষ হওয়া এবং মানুষের জন্য কিছু করাই আমার ইচ্ছা।

BD Community কে আমার আন্তরিক ধন্যবাদ।খুবি সুন্দর একটি প্লাটফরম আমাদের উপহার দেয়ার জন্য।এখানে আমার খুবই সহজে আমাদের মনের ইচ্ছা গুলো সবাই কে জানাতে পারি।অন্যের ইচ্ছা জানতে পারি।So I love BD Cmmunity.

আমাকে ফলো করুনঃ

Hive.blog - https://hive.blog/@naturelover98

Facebook - https://web.facebook.com/designerhr98

Twitter - https://twitter.com/MdHabib19978894

Instagram - https://www.instagram.com/marketerhabib/

Linekdin - https://www.linkedin.com/in/freelaner81292/

Fiverr - https://www.fiverr.com/habib81292?up_rollout=true

Freelancer - https://www.freelancer.com/u/designerhr

Upwork - https://www.upwork.com/o/profiles/users/~0168070379771bfd06/

করোনার এই ভয়াবহ সময় সকলেই ঘরে থাকুন ,এখন বর্ষা কাল ।আমাদের এলাকার অবস্থা বেশি ভালো না।চারিদিকে শুধুই পানি আর পানি।বন্যায় কবলিত আমরা ।আর এক হাত পানি বারলে আমাদের সকলের বাড়ি ঘর ডুবে যাবে। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন পানি দ্রুত কমে যায়।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।ধন্যবাদ সকলকে।

বিদায়