Assalamu-Alaikum
একজন আদর্শ ব্যাচেলর বেসরকারি চাকুরীজীবীর জীবন কেমন হয় জানেন? চলুন দেখে আসি একজন ব্যাচেলর বেসরকারি চাকুরীজীবীর জীবনচক্রঃ
- চাকুরীর জন্য প্রত্যুষে উঠা।
- চাকুরীর জন্য ঝটপট সকালের নাস্তা খাওয়া।
- চাকুরীর জন্য প্রস্তুতি নেওয়া।
- চাকুরীর জন্য দীর্ঘ লাইনে দাড়িয়ে বাসে গাদাগাদি করে উঠা।
- চাকুরীর জন্য সঠিক সময়ে অফিসে পৌঁছানো।
- চাকুরীর জন্য অফিসে কাজের চাপ সহ্য করা।
- চাকুরীর জন্য দুপুরের খাবার দ্রুত সেরে নেওয়া।
- চাকুরীর জন্য অফিসে নির্দিষ্ট সময়ে ঢুকে বিলম্বে বের হওয়া ।
- চাকুরীর জন্য বাড়ি ফিরে এসে দ্রুত রাতের খাবার সেরে ঘুমাতে যাওয়া।
- চাকুরীর জন্যই আবার ছুটির দিনে রিফ্রেশমেন্ট হওয়া।
- চাকুরীর জন্য (আবার পুনরাবৃত্তি প্রথম থেকে শেষ)।