পার্থক্য

in BDCommunity3 years ago

পার্থক্য হলো কোন কিছু তুলনা কে বুঝায়। যেমন ধরেন ধনী-গরিবের পার্থক্য অর্থাৎ ধনী-গরিবের তুলনা, ধর্মীয় পার্থক্য,মেধাবী শিক্ষার্থী এবং অমেধাবী শিক্ষার্থীর মধ্যে পার্থক্য, মূর্খ এবং শিক্ষিতের মধ্যে পার্থক্য, দেখতে সুন্দর এবং অসুন্দরের মধ্যে পার্থক্য প্রভৃতি। আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই পার্থক্য দেখে থাকি। এই পার্থক্যটা মূলত আমাদের সমাজ ব্যবস্থার মাধ্যমে হয়ে থাকে। আমরাই এর মূল কারণ। আমরাই এই পার্থক্য সৃষ্টি করেছি। ছোটবেলা থেকেই আমরা এই পার্থক্যের মধ্য দিয়ে বড় হয়। তবে আমরা সকলেই মানুষ। আমাদের সকলের রক্ত লাল। কেনই বা আমরা এই পার্থক্য সৃষ্টি করবো। কেনই বা আমরা একে অপরের উপর হিংসা করবো।

IMG20220311002637.jpg

ছোটবেলার একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। আমি যখন স্কুলে পড়তাম। তখন থেকেই আমার মধ্যে পার্থক্য সৃষ্টি করা হয়েছিল। যেমন ধরো, একটি ক্লাসের যার রোল ১ , সেই ছেলেটি অথবা মেয়েটি হল মেধাবী। অপরদিকে যেই ছেলেটার রোল ৫০, সে অমেধাবী। আবার ক্লাস নবম- দশমের কথাই ধরা যাক। এ সময় তিনটি বিভাগ থাকে বিজ্ঞান ,মানবিক এবং বাণিজ্য। আমরা বলে থাকি, যারা বিজ্ঞানে পরে তারা সবচেয়ে বেশি মেধাবী, তারপর যারা বাণিজ্যে পরে তারা একটু কম মেধাবী এবং যারা খুবই খারাপ দুর্বল ছাত্র তারা মানবিক নেয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় সবাই মেধাবী। সবার নিজস্ব পথ, চিন্তা,লক্ষ্য রয়েছে। একটি দেশ চলতে হলে মানবিক বিভাগের শিক্ষার্থীদের সাহায্য প্রয়োজন।একইভাবে বাণিজ্য বিভাগের ছাত্র ছাত্রীদের দরকার রয়েছে পাশাপাশি বিজ্ঞান তো রয়েছেই। তবে কেনই বা আমরা এই পার্থক্য করব।

আবার ধরুন হিন্দু-মুসলিম এর মধ্যে পার্থক্য। আমরা অন্য ধর্মের মানুষকে দেখতে পারিনা ঘৃণা করি। যেটা একদম অনুচিত কাজ। আমাদের উচিত একে অপরের সাহায্য করে পার্থক্যটা কে দূর করা। আমাদেরকে ভ্রাতৃত্ব কে বাড়িয়ে দেয়া উচিত।আমরা যদি একে অপরের সাহায্য করি তবেই দেশ এগিয়ে যাবে। যেমন আমাদের দেশে নাপিত, মুচি ,সুইপার প্রভৃতি পেশার মানুষরা মূলত হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকে।যদিও বর্তমানে দেখা যায় অনেক মুসলমানরা ও এই কাজ করে থাকে যেটা খারাপ নয়।আমরা কি হিন্দুদের ধর্মের সাহায্য ছাড়া চলতে পারি?পারিনা আমাদেরকে তাদের কাছে যেতেই হয় তবে কেন আমরা এই বৈষম্য করবো, এই পার্থক্য সৃষ্টি করবো।

এবার আরেকটি ঘটনা বলা যাক।এটা হাস্যকর মনে হতে পারে তবে এটাই বাস্তব এবং সত্য। আমরা অনেকেই এটা সম্মুখীন হয়েছি।যেমন ধরুন আমাদের স্কুলে যখন কারো জন্মদিন করা হতো,তখন সে এক প্যাকেট চকলেট কিনে আনত এনে সকলকে খাওয়াতো। আমরা মনে করতাম ছেলেটি অনেক বড়লোক। আমরা ভাবতাম সে অনেক অগ্রসর। আমরা কিন্তু এবার তো করে সৃষ্টি করেছি। আমরা ওই ছেলের সাথে অন্য রকম ব্যবহার করতাম। ওর সাথে আমরা "তুমি" করে কথা বলতাম। অপরদিকে একটি সাধারন ছেলে তাকে আমরা "তুই"করে কথা বলি। আবার বন্ধুদের সাথে তুই করে কথা বলি এটা ব্যতিক্রম। আমার প্রধান উদ্দেশ্যটা হল পার্থক্য বোঝানো। এমনকি অনেকে বানানো শার্ট প্যান্ট পড়ে আসতো, আবার অনেকে কেনা শার্ট প্যান্ট। আমরা ভাবতাম যে বানানো প্যান্ট-শার্ট পড়ে আসে সে নিশ্চয়ই অনেক বড়লোক ঘরের সন্তান। বিষয়টা এরকমই।

আবার একজন শিক্ষার্থী যখন সে উচ্চশিক্ষার জন্য কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে,আমরা ভাবি সে অনেক বড়লোক যার কারণে সে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়তেছে। অপরদিকে যখন একটি ছেলে কোন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, অথবা কোন 7 কলেজ অধিভুক্ত কলেজে পড়ে,তখন আমরা ভাবি সে গরীব ওর ভবিষ্যৎ বলতে কিছু নেই। তবে এটা কিছুটা হলেও সত্য তবে পুরোপুরি নয়। মানুষ চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে।

আবার ধরুন একটি চায়ের দোকানে দু'জন লোক বসে আছে। একজন গ্রামের গ্রামের স্কুলের শিক্ষক , আরেকজন গ্রামের কৃষক ।এ সময় আমরা শিক্ষককে বেশি সম্মান দেই অপরদিকে কৃষককে সম্মান দেই না। এটাও কিন্তু পার্থক্যর কারণে। তবে এটা ঠিক জিনিস শিক্ষিত শিক্ষক ওনার জ্ঞান একটু বেশি।তাই বলে কি আমরা কৃষকের সাথে দুর্ব্যবহার করব। এটাতো আমাদের উচিত নয়।

আমরা সমাজের প্রতিটা ক্ষেত্রেই এরকম পার্থক্য লক্ষ্য করে থাকি। খুজতে গেলে এ পার্থক্য শেষই হবে না। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম পার্থক্য পরিলক্ষিত হয়। আমাদের উচিত এসব কে অগ্রাহ্য না করা। আমাদের উচিত সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠা।আমাদের উচিত সকল কে সম্মান দেয়া,সকলকে সমান চোখে দেখা। তবে আমাদের এই পৃথিবী থেকে সব রকমের খারাপ দূরীভূত হবে।আমাদেরকে ছোটবেলা থেকেই সব পার্থক্য শেখানো হয়, যা একদম উচিত।আশা করি আমরা সকলে এসব পার্থক্য ভুলে ,মানুষের বিবেককে কাজে লাগিয়ে জীবনে ভালো কিছু করব । প্রত্যেকে ধর্মেই এই একই কথা বলা হয়েছে। আমরা একে অপরের ভাই।

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL

Hi @minhaz007, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON