আগামীকাল তারাবী তে ইনশাল্লাহ এক খতম হয়ে যাবে। প্রথম তারাবীর দিন ভাবতেছিলাম যে সবগুলা তারাবী পড়তে পারবো কিনা, আলহামদুলিল্লাহ্ এতগুলো দিন পেরেছি এবং তা চোখের পলকেই চলে গেছে। আর কটা দিন, সেটাও খুব দ্রুত চলে যাবে। দোয়া করি সবাই যেন পরবর্তি রমজান আবার পাই।
হ্যাঁ ভাই, যখন মারা যাবো, তখন যেন ঈমান নিয়ে, গুনাহ মাফ করিয়ে মারা যেতে পারি ,যাতে জান্নাতবাসী হতে পারি,এটাই চাওয়া। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক
Ameen!