বেসরকারি বিদ্যালয়ে পড়ার সুবাধে সবকয়টি অভিজ্ঞতায় আছে। 😆
আমাদের একজন হুজুর ছিলেন যার ভয়ে ক্লাস শুরুর পূর্বে যত দোয়া-কালাম আছে সবই পড়তাম। কখনো ওনার ক্লাস অফ থাকলে ঈদ আসতো আমাদের মনে। তিনি একটি প্রাকৃতিক দুর্ঘটনায় মারা যান, তখন অনেক কষ্ট পেয়েছিলাম।ওনার থেকে এমন মুক্তি আশা করিনি কখনো। আপনার লিখাটি পড়ে আজ আবার ওনার কথা মনে পড়ে গেল।
সব স্কুলের হুজুররাই কঠিন মারতো ভাই😆