আমার ডেইলি রুটিনের প্রথমেই থাকবে রাত ১২ টায় এক কাপ কফি, ৩/৪ টা পর্যন্ত জেগে থেকে ১০/১১ টায় ঘুম থেকে উঠা। এই অভ্যাসটা কোভিড এর সময় থেকে হয়েছে।
গত কয়েক বছর ধরে গান শুনা একদমই বন্ধ,হলেও খুব কম। স্পীকারগুলোতেও বেশ ধুলো জমে পড়ে আছে কোনো এক কোণায়।
সন্ধ্যার পর বন্ধুদের সাথে একটু আড্ডা,অবশ্য এখন আর তেমন বের হওয়া হয়না কারণ সবাই আবার যার যার মতো দূরে ব্যস্ততায় নিমজ্জিত, এভাবেই যাচ্ছে প্রতিদিনকার জীবন।
আমার আবার কফি খেলে ঘুম হবেনা এমন হয় না 😂। এমন ও সময় আছে যে আমি কফি খাওয়ার পরে ঘুমিয়ে পরেছিলাম 🤣। আর আমি কিন্তু খুব স্ট্রং কফি খাই 😸, কোনো রকম দুধ চিনি ছাড়া 😌।
হ্যা, সেটা শুনলাম, কফি পানিতে মিশিয়ে। আমি জীবনেও এভাবে খেতে পারবো না, দুধ চিনি মাস্ট লাগবেই, তাও বেশ ভালো পরিমাণেই দেই। 😁
আমার এক ফ্রেন্ড আছে, সে আড্ডাতে বসে যখনই চায়ের কথা বলা হবে তখনই ওর ডাক শোনা যাবে, "মামা, একটা চিনি ছাড়া রঙ-চা হবে।"
একবার ভাইয়া অল্প পরিমাণে কপি পাউডার এর সাথে পানি মিশিয়ে ট্রাই করেই দেখেন। প্রথমে হালকা তিতা লাগতেই পারে কিন্তু পরে খারাপ লাগবে না ট্রাস্ট মি! আর তাছাড়া এটা স্বাস্থ্যের জন্য উপকারী ☺️❤️
নিজের উপর এতবড় এক্সপেরিমেন্ট 😑 কোনো একদিন ট্রাই করা হলে রিভিউ দিয়ে যাবো এখানে।