☔🌦️একটি বাদলা দিনের গল্পঃ💦☁️

in BDCommunity3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে
আমি সাব্বির রহমান
বাংলাদেশ থেকে

ঘুম থেকে ওঠার পর থেকেই আকাশে হালকা মেঘলা ভাব দেখতে পেলাম।উষ্ণ গরম ও ছিলো বেশ।মনে হচ্ছিল অক্সিজেন এর প্রবাহ খুব কমে গেছে।সকালের এমন অস্থির গরম পরিবেশ নিয়ে কিছুক্ষণ চিন্তা মগ্ন থাকতে থাকতেই গুরি গুরি বৃষ্টি শুরু হলো।যেই না বৃষ্টি শুরু হতে লাগলো সাথে সাথে উষ্ণ গরমের ভাবটা কমে গিয়ে পরিবেশটা শীতল হতে লাগলো।অনেকটা গরম সহ্য করার পর যখন বৃষ্টি শুরু হলো খুব আনন্দ অনুভব হলো।প্রচণ্ড গরমের মধ্যে যখন ক্ষণিকের জন্য বৃষ্টি হয়ে পরিবেশ ঠাণ্ডা করে দেয় তখন মনের মধ্যে আলাদা একটি অনুভূতি আপনা আপনি চলে আসে।

(Image not shown due to low ratings)




(Image not shown due to low ratings)



(Image not shown due to low ratings)



(Image not shown due to low ratings)





Images were hidden due to low ratings.