বিগত চার বছরে কি পেয়েছি তার হিসেব করতে বসলে খুব বেশি সময় ক্ষেপন হবেনা বরং কি কি হারিয়েছি তার হিসেব করতে করতে সব গুলিয়ে যাবে তবুও হিসেব শেষ হবেনা । আমি ভীতু একজন মানুষ তার উপর দিয়ে আমি আমার খুব বেশি চুপচাপ । খুব কম এমন হয়েছে যখন আমি নিজের কথা অন্যকে বলেছি । কিন্তু যখনই বলেছি তখনই বুঝেছি নিজের কথা মানুষকে যত কম বলা যায় তত ভালো ।
একবার অনেক বড় একটা বিপদে ছিলাম , একান্তই এক পারছিলাম না তখন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছিলাম সাহায্যের জন্য , কেউ সাহায্য করা তো দূরে থাকে আমার কথা অব্দি শোনেনি ! অথচ আমি জানতাম তীব্র ভেঙে পরা কোনো মানুষ যখন এসে তার ভেঙে যাওয়ার কথা বলতে শুরু করে তখন সেই কথা শুনতে হয় , এইটা মনুষত্বের লক্ষণ । কারণ নিজের ভেঙে যাওয়ার কথা বলতে পারার শক্তি সবার থাকেনা। আমার আশেপাশে কি একজনও মানুষ ছিলোনা ?!
আমি বর্তমানে এই শহরে আছি সেই শহরটা আমার কাছে সাজানো গুছানো নরক। কি সুন্দর লাইটিং করা পথে ঘটে অথচ জীবন থেকে সকল আলো কেড়ে নিয়েছে আমার । এই শহরে কোনো কিছুই আপন গতিতে চলেনা অনেকটা নদীর পাড় বাঁধানোর মতন সব কিছু কৃত্রিম ভাবে রক্ষার চেষ্টা চলে ।
আমার ভালো লাগছেনা , ভীষণ কান্না পাচ্ছে , ভয় হচ্ছে এইসব ছোট খাটো কথা বলবার কেউ নেই । যারা ছিল তারা ভীষণ বিরক্ত হয়েই গেছে অথবা আমি যেতে বাধ্য করেছি । গতকাল দুই ব্যাচমেটের সাথে গিয়েছিলাম পদ্মার পাড়ে ঘুরতে । ভীষণ রকমের মেঘ আর দূর আকাশের বজ্রপাত দেখে চটজলদি বেরিয়ে এসেছিলাম । একান্তই গাড়ি পাচ্ছিলাম না তাই অনেকটা পথ হেটে আসার সময় অনেক জোরে বজ্রপাত হয়েছিল যার শব্দ আমার কানে এখনও বাজতেছে । অনেক ভয় পেয়েছিলাম , দীর্ঘ একঘন্টা ঝুম বৃষ্টি আর ঘন ঘন উচ্চাওয়াজে বজ্রপাতের মাঝে গাড়ি খুঁজে বেড়িয়েছি । এই ভয়ের কথা বলবার কেউ নেই।
অন্ধকার বন্ধ ঘরে আমার দমবন্ধ লাগে ।সচরাচর বাতি জ্বালিয়েই ঘুমাই আমি । গতকাল মাঝ রাতে কারেন্ট চলে যাওয়ার ফলে নেহাত অনেক ভয় পেয়েছি । পরে ঠিকই নিজেকে সামলে বুঝিয়ে নিয়েছি , মানুষ মূলত একা । নিজেকে অন্যের কাছে প্রমান করতে করতে দিন পার করবার থেকে একা একা ভয় পেয়ে নিজেকে সামলে নেয়াটা অনেক উত্তম । হারানোর খাতা আর বড় না হোক , অন্যের কষ্টের খাতা ভারী হবার কারণ আর না হবার যে সিদ্ধান্ত তা অটুট রাখতে পারাটাই এই সময়ে নিজ সত্তার কাছে অন্যতম প্রতিজ্ঞা ।আশা করছি অন্তত এই প্রতিজ্ঞা বৃথা যাবেনা ........
লেখাটি পড়বার জন্য ধন্যবাদ , আজকের মতন এখানে বিদায় নিচ্ছি , আশা করছি দেখা হবে খুব শীঘ্রই ।