আপন , কত ছোট একটা শব্দ অথচ কত অর্থবহ ! আপন বা কাছের মানুষ যাই বলিনা কেনো , তারা আমাদের অনেক কাছের হয় ৷

আপন কই পাওয়া যায় ? অনেকের ধারণা আপন বলতে শুধু রক্তের মানুষকেই বুঝায় ! কিন্তু আপন হতে রক্তের হতে হয়না , আপন হলো তারা যারা আমাদের বিপদে পাশে থাকে , যারা আমাদের কষ্টে কষ্ট পায় ৷
আপন ভাই ভাইকে খুন করে , আপন বোন তার বোনের উন্নতিতে মন খারাপ করে ! তারাও রক্তের , তথাকথিত আপন ! কিন্তু তাদের কাজ কী আপনার মতন ?! না ! তাই আপন হতে হলে রক্তের হতে হয় তা আমি মানিনা , কারণ আপন হতে মনের মিল থাকতে হয় , রক্তের টান নয় !
আপন নামক ছদ্মখেলা !!
আপন খুঁজে বেড়াই আমি
আপন খুঁজে ফিরি আমি
বক্ষে বাঁধিয়া হাজারো অভিমান ,
আমি রক্তের মাঝে আপন খুঁজে ফিরি !!
একলা করে দেওয়া রাত ,
বালিশ ভারী করা রাত ,
না পাওয়ার হাজারো গান ,
আমি রক্তের মাঝে আপন খুঁজে ফিরি !!
খসে পরা মাটির হতে ,
অজানা এক তারার পানে ,
অচেনার মাঝে আপন খুঁজে পাই !!
আপন ভুবনে আপন নাই
লোকের অগোচরে রক্তের আপন নাই ...
আজকাল দেখা যায় মানুষ পরিবারের সকল মানুষের মাঝে থেকেও একা বোধ করে , সে মনের কথা আপন মার কাছেও বলতে পারেনা ! অথচ এই মানুষটা বাহিরের কোনও মানুষের কাছে গিয়ে হাসি খুশি থাকে , সব কথা বলে ! তাহলে কাছের বলতে কী শুধু রক্তের সম্পর্ক বুঝায় ?! না !
আমার কাছে সেই আপন যার কাছে গিয়ে নিজেকে সম্পূর্ণ ভাবে তুলে ধরা যায় , কখনও ভাবতে হয়না সে কী ভাববে ! যার কাছে আমার ভালো থাকা খারাপ থাকা গুরুত্ব বহন করে সেই আমার আপন ! যে আমার দুর্বলতা গুলো জেনেও তাতে আঘাত করেনা সে আমার
আপন ! যার কাছে আমার আমি টা গুরুত্বপূর্ণ সে আমার আপন !
কিন্তু এই আপন কোথায় পাওয়া যাবে ?! শুধু আমার কল্পনায় ?! আপন তো রক্তের মিল নয় , আপন হলো মনের মিল , মানসিকতার মিল ! আমরা এই সাধারণ জিনিসটা বুঝিনা !
আপন , যারা আমাদের খুব কাছের হয় , বিশ্বস্ত হয় ৷ কিন্তু আজকাল বিশ্বস্ত মানুষ এরই তো খুব অভাব ! কাউকে আপন ভেবে নিজের কোনও দুর্বলতা বলার পর আমাদের ভয় থাকে যে কখন সেই ব্যক্তিটা আমাদের দুর্বলতায় আঘাত
করবে ! কারণ ?! কারণ মানুষ অন্যের দুর্বলতায় আঘাত করে মজা পায় ! তাই সত্যিকারের আপন হয়তো পাওয়া যায়না !
আপন খুঁজে লাভ নাই , একা চলতে হয় , একা থাকতে পারাটাই হয়তো নিজের জন্য ভালো , নিজের মানসিক শান্তির জন্য ভালো ! কারণ এই মিথ্যাতে পরিপূর্ণ শহরে আপন পাওয়া খুবই মুশকিল !
আজকের মতন বিদায় নিচ্ছি , আমার আজকের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , আশা করছি ভালো থাকবেন ৷
অনেক সুন্দর লিখেছেন। সত্যিকার অর্থেই সে প্রকৃত আপন হয় যার কাছে নির্ভয়ে সব কিছু বলা যেতে পারে।
জ্বী ! কিন্তু আপন খুঁজে পাওয়া কষ্টের বিষয় !
ধন্যবাদ লিখাটি সময় নিয়ে পড়ার জন্য ...