আজকাল মনটা কেন জানি ভাল নেয়, অনেকদিন হলো লেখা লিখিও কিছু হচ্ছে না। মনের ভেতর কি জেন একটা হয়েছে, মনের ডাক্তার দেখানো দরকার। আসলে জীবনে চলার পথে কিছু সময় আসে তখন কিছুই ভাল লাগে না, মন বসে না কিছুতে। অন্যদের ব্যাপারে ঠিক জানিনা কিন্তু আমার জীবনে এরকমটা বহুবার ঘটেছে। কয়েকদিন যাবতই অস্তির অস্তির লাগছে মনটা, অবশ্য কারনগুলো আছে অনেক।
আজ প্রায় দেড় বছরের বেশি হতে চললো ঘুরতে যায় না, অনেক ইচ্ছা থাকা সত্তেও পরিবেশ পরিস্তিথি হাতের নাগালের বাহিরে। দিন যত যাচ্ছে মনটা ততই দিশাহারা হয়ে পড়ছে। এইত সেদিনই তো ঘুরে এলাম সিলেট থেকে, আসলে মনটাকে যতই বুঝাই বুঝতে চাই না, শুধু চাই বাধাহীনভাবে এদিক ওদিক ছুটে বেরাতে। আামার লাইফ এ এতটা বিরক্ত মনে হয় কখনও হয়নি, এটা মনের চাওয়া বলুন আর অতৃপ্তিই বলুন, আমার মতে জীবনটাকে উপভোগ করা অবশ্যই দোষের কিছু নয়।
একবার ভাবুনতো চার দেয়ালের ভিতর যদি কেউ একটানা ১৮ মাস আটকে থাকে তাহলে জীবনের রসকস বলতে কিছু থাকে। আমি জানিনা কি হবে আগামী দিনগুলোতে শুধু জানি এরকমটা কারও কাম্য নই যদি মনের ইচ্ছেমত কোথাও যেতে না পারি, খোলা আকাশের নিচে অবাধে চলাফেরা নাই করতে পারি, পৃথিবীটাকে নিজের চোখে মন ভরে নাই উপভোগ করতে পারি তাহলে এ জীবন বৃথা।
আমার এক ভাগনে আছে সে আজ দুবছর হলো আামাকে শুধু বলেই চলেছে যে আমার সাথে ঘুরতে যাবে। আমিও বার বার শুধু বলি পরিস্থিতি ঠিক হলে ইনশাল্লাহ যাব, কিন্তু দিন যাচ্ছে, মাস যাচ্ছে সেই দিনের অপেক্ষা আর শেষ হয় না। মাঝেমধ্যে একটু নিজের মনটা যখন খুব বেশি আনমনা হয়ে যায় তখন বিকেল বেলা একাই হাঁটতে বেরিয়ে পরি, অন্তত কিছু সময়ের জন্য হলেও মনটা ভাল হয়, বাড়িতে ফিরে আবার সেই একই রুটিন।
পৃথিবীতে এখন সবাই এখন ভীত সন্তস্র, সবার একটাই চাওয়া কবে মিলবে এ মহামারি থেকে মুক্তি, কবে আবার সবাই একসাথে বসে গল্প, আড্ডাই মেতে উঠবে, মনখুলে চায়ের সাথে বসবে আড্ডা, সত্যি জানা নেই আদৌ কি সেদিন আসবে??? আজকাল এসব প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই দিন পার হচ্ছে। আমাদের জীবনে অনেক এমন প্রশ্নের উত্তরই জানা নেই, কিন্তু জীবনতো থেমে নেই চলছে অনবরত, আমাদের জীবনে সব থেকে বড় যে জিনিসটা আমাদের চলার পথে সাহায্য করে তা হলো বিশ্বাস এই বিশ্বাসকে পুজি করে আমরা প্রতিটি কাজ করি, এ বিশ্বাসকে পুজি করেই সপ্ন দেখি নতুন দিনের। দিনদিন এই বিশ্বাসটুকুও মানুষ হারিয়ে ফেলছে, যখন দেখি দুবেলা দু মুঠো খাবারের জন্য মানুষ হাহাকার করছে তখন শুধু এটাই চাই সবকিছু যেন দূত ঠিক হয়ে যাই, পৃথিবীটা যেন আবার মত সুস্থ ও সুন্দর হয়ে যাই।
ভাললাগার মানুষগুলোও হারিয়ে যচ্ছে দিন দিন, আর যারও বা আছে বহুদূরে, আবার কিছু কিছু মানুষ পাশে থেকেও নেই, সব মিলিয়ে জীবনটা নিরামিষ নিরামিষ লাগছে। আষাঢ় মাস চলছে, এবার প্রকৃতি এক ভিন্ন রুপ দেখচ্ছে, এবারের মত বৃষ্টি মনে হয়না গত ১০-১২ বছরের মধ্যে হয়েছে। আমি সারাদিন বৃষ্টি দেখি আর বারান্দায় বসে চা হাতে নানান বিষয় নিয়ে ভাবি। মাঝেমধ্যে আবার খুব ইচ্ছে করে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে, দিন পার হয় রাতও শেষ হয় ইচ্ছাগুলো ইচ্ছাই থেকে যায়।
Where is this place? A canoe with roof.
Congratulations @linco! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next target is to reach 48000 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Check out the last post from @hivebuzz:
We are all stuck in our homes. I'm living in this apartment 24/7. I can't imagine/feel how painful this is for my son or any kids.
Be hopeful, focus on the good things.
Good days will come soon.
সত্যিই খুব ভালো লিখেছেন।মনে হলো মনের ভেতরকার কিছু কথা আপনি এখানেই লিখে ফেললেন আর এই মূহুর্তে আমিও চায়ের কাপ হাতেই পড়ছি আপনার লেখাটা।আসলে সবার ক্ষেত্রেই চায়ের কাপ হাতে থাকার সময় বোধহয় চিন্তারা তাড়াতাড়ি মস্তিষ্কে চলে আসে। ইনশাল্লাহ সবাই একদিন পৃথিবী সুস্থ হয়ে যাবে ♥️