একটি নয়নতারা ফুলের রহস্যময় গল্প

in BDCommunity3 days ago

received_125924766170542.jpeg

প্রতিদিনের মত আজও সকাল সকাল ঘুম থেকে উঠলাম এবং উঠোনে দাঁড়িয়ে চোখ পড়লো আমার সেই ছোট্ট বাগানে যেখানে আমি অনেক ধরনের ফুলের গাছ লাগিয়েছি। সেখানে একটি নয়নতারা ফুলের গাছও স্থান পেয়েছে। অন্যান্য স্বাভাবিক ফুলের গাছের থেকে নয়নতারা ফুল নিয়ে একটি রহস্য জড়িয়ে রয়েছে যা এখন আপনাদের শোনাতে চাচ্ছি।যেদিন নয়নতারা গাছটি কিনেছিলাম সেদিন ছিল শনিবার,প্রায় বিকেলবেলা। কর্মব্যস্ততা শেষে যখন সন্ধ্যার পূর্বে বাড়ি ফিরছিলাম নয়নতারা ফুলের চারা নিয়ে একটি বৃদ্ধ লোককে রাস্তার পাশে ফুলের গাছ বিক্রি করতে দেখলাম। ভাবলাম বাগানে লাগানোর জন্য একটি নয়নতারা ফুলের গাছ কিনে নিয়ে যাই।মূলত আমার কাছে নয়নতারা ফুল খুবই ভালো লাগে।

নয়নতারা ফুলের গাছটি কিনে পাশেই চায়ের দোকানে চা খেতে শুরু করলাম।হঠাৎ আকস্মিক একটি শব্দ শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি ফুল বিক্রেতা বৃদ্ধ লোকটি রাস্তা পার হতেই গাড়ির নিচে চাপা পড়ে। আমি যেন এক নিমিষেই অবাক হয়ে গেলাম।মাত্র দুই মিনিট হয়নি আমি তার কাছে থেকে চারাটি ক্রয় করলাম। এটাই আমার জীবনের দেখা সব থেকে মর্মান্তিক ঘটনা।আমি নয়নতারা ফুলের চারা নিয়েই দৌড়ে গেলাম সেই দুর্ঘটনাস্থলে। সেখানে অনেক মানুষ ভিড় জমানো শুরু করলো। বাঁচবে না জেনেও সকলে মিলে বৃদ্ধ লোকটিকে হাসপাতালে নিয়ে গেলাম।পথের মধ্যেই মারা গেল বৃদ্ধ লোকটি।আমি এই মূহুর্তে খুবই কষ্ট পেলাম।
সবথেকে বেশি ভাবতে লাগলাম বৃদ্ধ বয়সে পেটের দায়ে আজ জীবন বিপন্ন করে সবাইকে ছেড়ে চলে গেলেন।

খোঁজ নিয়ে জানতে পারলাম তার সন্তানরা কেউ দেখাশোনা করতো না।এটি একটি সন্তানের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে বাবা-মাকে দেখাশোনা করার।এই করুন অবস্থা আমার খুবই কষ্ট দিচ্ছিল।
অবশেষে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সেই দুর্ঘটনা স্থলেই এসে দেখলাম শুধু রক্ত পড়ে আছে। পাশেই লক্ষ্য করলাম বৃদ্ধ লোকটির থেকে আমার কেনা সেই নয়নতারা ফুলের চারাটি। কিন্তু লোকজনের পায়ের চাপে খানিকটা পিষে গেছে। তবুও লোকটির স্মৃতি হিসেবে ফুলের চারাটি বাগানে লাগালাম।অনেক যত্নের মাধ্যমে চারাটি প্রাণ ফিরে পেল এবং ধীরে ধীরে বৃদ্ধি হল। আজ সেই গাছে একটি নয়ন তারা ফুল ফুটেছে।অনেক প্রতীক্ষার পর যেন এই প্রচেষ্টা সফল হয়েছে। তবে এই ফুলটির দিকে তাকালেই সেই দিনের বৃদ্ধ লোকটির কথা বার বার মনে পরছে। আমার হৃদয় যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। ওপারে ভালো থাকুক এবং তার আত্মা শান্তি পাক। বন্ধুরা এই একটি নয়নতারা নিয়ে আমার আজকের সেই রহস্যময় ঘটনা যা খুবই হৃদয় ছোঁয়ানো।আশাকরি আমার ব্লগটি আপনাদের হৃদয় ছুয়ে যাবে। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে আমাকে সমর্থন করুন এবং উৎসাহ দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ দেন।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি ভিজিট করার জন্য